Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে, নিহত ২৬

banner

#Pravati Sangbad Digital Desk:

গত সোমবার অর্থাৎ ১৭ই জানুয়ারি আফগানিস্তানের পশ্চিমাঞ্চল কেঁপে উঠেছে ভয়াবহ ভূমিকম্পে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩। সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে ভূমিকম্পে প্রায় ৭০০ এর বেশি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, ২৬ জনের মৃত্যু পর্যন্ত ঘটেছে। তবে নিহতের সংখ্যা এখনও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সেখানকার প্রশাসন। পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মাদ সারওয়ারী সংবাদ সংস্থা এএফপিকে আরও জানিয়েছেন নিহতদের মধ্যে পাঁচজন মহিলা এবং চারটি শিশুও ছিল, এছাড়া কাদিস জেলায় বাসভবনের ছাদ পরেও অনেকের মৃত্যু ঘটেছে। বাদগিস প্রদেশের মুকর জেলাতেও ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের কারণে, তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমান কত তা এখনও স্পষ্ট নয়। আফগানিস্তানে ভূমিকম্পের ঘটনা নতুন কিছু নয়, সেখানে প্রায়ই ভূমিকম্পের মতো ঘটনা ঘটে, বিশেষ করে হিন্দুকুশ পর্বতশ্রেণী অঞ্চলে, যার প্রধান কারণ হিসাবে বলা যায় ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের অবস্থান। এর আগে ২০১৫ সালে তীব্র ভূমিকম্প লণ্ডভণ্ড করে দিয়েছিল আফগানিস্তানকে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল প্রায় ৭.৫ এর বেশি, তার ফলে প্রায় ৩০০ জনের কাছাকাছি মানুষ প্রান হারিয়ে ছিলেন।

গত বছরের আগস্ট মাসে আফগানিস্তান দখল নেয় তালেবান বাহিনী, দখল নেয় রাজধানী কাবুলেও, তারপর থেকেই আফগানিস্তানের মানুষের ওপর মানসিক দুর্যোগ চলছে। তালেবানের নির্যাতনে জর্জরিত আফগানিস্তান, একে একে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বিদেশি নাগরিক এমনকি বিদেশি সহায়তাও বন্ধ করে দেওয়া হয়েছে আফগানিস্তানে। একই সঙ্গে চলছে খাদ্য সংকট, সব মিলিয়ে আফগানিস্তানের মানুষ দিন কাটাচ্ছে ভয়াবহ পরিস্থিতির মুখে দাঁড়িয়ে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News