বিজেপির সাথে জোট বাঁধতে চলেছে আপনা দল ও নিষাদ পার্টি

banner

#Pravati Sangbad Digital Desk:

উত্তরপ্রদেশে নির্বাচন প্রক্রিয়া যতই এগিয়ে আসছে ততই নতুন চমক প্রকাশ হচ্ছে উত্তরপ্রদেশবাসীর কাছে। ১০ ই ফেব্রুয়ারী সাতটি ধাপে শুরু হতে চলেছে ইউপি ভোট। উত্তরপ্রদেশ নির্বাচনের জন্য, বিজেপি আপনা দল এবং নিষাদ পার্টির সাথে জোট করার ঘোষণা করে দিয়েছে। পূর্ব ইউপি ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী আপনা দল (এস) এবং নিষাদ পার্টি উভয়েই ইউপিতে বিজেপির পুরোনো বন্ধু। আপনা দল (এস) ২০১৪ সাল থেকে বিজেপির মিত্র এবং ২০১৯ থেকে নিষাদ পার্টির মিত্র। বিজেপি সভাপতি জেপি নাড্ডা , ইউপি নির্বাচনের ইনচার্জ ধর্মেন্দ্র প্রধান আপনা দল ও নিষাদ পার্টির নেতাদের সাথে একসঙ্গে বৈঠক করে জোটের সিলমোহর দেন। বৈঠকে উপস্থিত ছিলেন আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল এবং নিষাদ পার্টির নেতা সঞ্জয় নিষাদ। এছাড়াও ছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বিজেপি প্রধান নেতা জেপি নাড্ডা সাংবাদিকদের বলেছেন, তারা ৪০৩ টি আসনের জন্য উত্তরপ্রদেশের বিধানসভার সাথে জোটবদ্ধ হয়েছে।

আপনা দলের নেতা অনুপ্রিয়া প্যাটেল একজন জুনিয়র কেন্দ্রীয় মন্ত্রী এবং একজন লোকসভার সাংসদ, তিনি এই বিজেপি-আপনা দল-নিষাদ পার্টি জোটকে “উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের একটি মহান ককটেল বলে অভিহিত করেছেন”। মিসেস প্যাটেল বলেছেন, আমরা একটা রাষ্ট্রীয় দল হিসাবে নিবন্ধন করতে চাই”। আপনা দলের এস কার্যনির্বাহী সভাপতি আশিস প্যাটেল গতকাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, দলটি ৩৬ টি আসনের জন্য দাবি জমা দিয়েছে। অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, ২০১৪ সাল থেকে পর পর তিনটি নির্বাচন তারা বিজেপির সাথে ছিল। ইউপি এবং কেন্দ্রের সরকার একত্র হয়ে দ্রুত গতিতে কাজ করেছে। এই সময়ে  তাদের সামাজিক ন্যায় বিচারের ধারণাও শক্তিশালী হয়েছে। ইউপি সরকারের বিভিন্ন কাজের কথাও উল্লেখ করেছেন অনুপ্রিয়া প্যাটেল। তিনি বলেন পিছিয়ে পড়া দলিত শ্রেণিদের উন্নয়নের জন্য ইউপি সরকার কাজ করেছেন। তিনি আরও বলেছেন, সুপ্রিম কোর্ট নীট এর সিদ্ধান্ত দিলেও তৎকালীন সরকার নীট – এর কোন  সিদ্ধান্ত নেয়নি। বর্তমানে মোদী সরকার সর্বভারতীয় কোটায়  ২৭ শতাংশ ওবিসি সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও মোদী সরকার বাবাসাহেব আম্বেদকরের সাথে যুক্ত হয়ে জায়গাগুলির উন্নয়ন করে সেসব স্থানকে পঞ্চতীর্থ হিসাবে গড়ে তুলেছেন।  

বিজেপির দলের সভাপতি জেপি নাড্ডা এক সংবাদবাদ মাধ্যমে কথা বলার সময় জানান যে , উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ কার্যকর ভাবে মোদী সরকারের নীতিগুলিকে ভালোভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন। নিষাদ পার্টির নেতা সঞ্জয় নিষাদ  এবং আরও অন্যান্য নেতারা বলেন, বর্তমানে মোদী সরকার জেলেদের নিরাপত্তা ও সুবিধার জন্য খুব ভালো কাজ করেছেন। মৎস্যসম্পদও গড়ে উঠেছে। মোদী সরকার জেলেদের পাওনা দেওয়ার কাজটিও করেছে।মিস্টার নিষাদ দাবি করেছেন যে বিজেপি তাকে ১৫টি আসন দিতে রাজি হয়েছে। তবে আরও দুই বা তিনটি নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যেই বিজেপি প্রথম দুই ধাপের ভোটের জন্য ১০৭ জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছেন। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aditi Sarker

Tags:

Related News