Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

অবশেষে জয়ের দেখা পেলো ইস্টবেঙ্গল

banner

#Pravati Sangbad Digital Desk:

গতকাল গোয়ার জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামএ ইস্টবেঙ্গল তাদের ১১ টি ম্যাচের পর এই মরশুমে তাদের প্রথম জয় পেলো। মারিও রিভেরা ইস্টবেঙ্গলের কোচ হিসেবে গতকাল তার প্রথম ম্যাচে দলকে তাদের প্রথম জয়টি এনে দিতে সাহায্য করলেন। গতকালের ম্যাচের ফাইনাল স্কোর ইস্টবেঙ্গল ২ গোয়া ১, গতকালের জয়ের পর ইস্টবেঙ্গল সর্মথকরা যথেষ্ট সন্তুষ্ট তাদের নতুন কোচ মারিও রিভেরার ওপর।
গোয়ার কোচ পেরেইরা, গোয়া কে ৩-৪-১-২ ছকে সাজিয়েছিলেন, তাদের আক্রমণে ছিলেন আইরাম, অর্তিজ মেন্দোজা, মিডফিল্ডার ছিলেন আলবার্তো নাগুয়েরা, এদূ বেদীয়া, গ্লেন মার্টিন, এবং ডিফেন্সে ছিলেন আলী, দলিং ও লিন্ডার।ইস্টবেঙ্গলের নতুন কোচ মারিও রিভেরা তাদের দলকে তার পুরনো ছকে ৪-৩-৩ এ সাজিয়েছিলেন। তাদের ত্রিফলা আক্রমণে ছিলেন রফিক, হাওকিও, নওরেম সিং, তাদের মিডফিল্ডার ছিলেন সৌরভ দাস, দারেন সীদোয়েল, তাদের ডিফেন্সের ছিলেন অঙ্কিত মুখার্জি, আদিল খান, প্রেস ইত্যাদিরা, এবং গোলরক্ষক হিসেবে ছিলেন অরিন্দম মুখার্জি। কিছু সূত্র থেকে জানা যাচ্ছে যে অরিন্দম মুখার্জী ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন। 

প্রথমার্ধ থেকে গোয়া নিজেদের কাছে বল পজিশন রেখে খেলা আরম্ভ করেছিল, এবং তারা বেশিরভাগ সময় ক্রিয়েটিভ প্লে মেকিং দিয়ে আক্রমণ শুরু করছিল। কিন্তু হঠাৎই তাদের ছন্দপতন ঘটে প্রথমার্ধের ৯ মিনিটের মাথায়, তাদের বল পজিশন নিয়ে খেলাতেই ঘটলো প্রথম অঘটন, গোয়ার ডিফেন্ডাররা নিজেদের মধ্যে পাস খেলতে গিয়ে একটি মিস পাস করে বসেন, যার সুযোগ ইস্টবেঙ্গলের নাওরেম সিং নেন, ও কাউন্টার অ্যাটাক এর মাধ্যমে এসসি ইস্টবেঙ্গল কে প্রথম গোলে এগিয়ে দেয়। তারপর গোয়া একের পর এক পাসিং ও ক্রসিং করতে থাকে ইস্টবেঙ্গলের রক্ষণভাগে, ইস্টবেঙ্গলের রক্ষণভাগ বারংবার ভুল করলেও গোয়ার আক্রমণ সেইসব সুযোগের সদ্ব্যবহার করতে পারছিল না, ২৩ মিনিটে গোয়ার যেসুরাজ রোমেরো ইস্টবেঙ্গলের গোলমুখে একটি জোরালো শট নেন কিন্তু তা একটুর জন্য গোলপোস্টের ওপর দিয়ে বেরিয়ে যায়। ৩৭ মিনিটে গোয়ার অর্তিজ মেন্দোজা একটি থ্রু বল ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সে থাকা গোয়ার আলবার্তো নাগুয়েরার কাছে এগিয়ে দেন। যার থেকে একটি জোরালো শটে গোয়া কে সমতায় ফিরিয়ে আনেন তিনি। ইস্টবেঙ্গলের দ্বিতীয় এবং তাদের প্রথম জয়ের গোলটি আসে আবারো গোয়ার ডিফেন্ডারদের ভুলে, ৪১ মিনিটে আনোয়ার আলী ডিফেন্স থেকে খেলা তৈরি করার জন্য একটি পাস তার সতীর্থর জন্য দেন, কিন্তু সেই পেনাল্টি বক্সের মধ্যে সুযোগ এর সন্ধানে চলে আসেন নওরেম সিং এবং সেই বলটি কে একটি জোরালো শট এর মাধ্যমে তিনি গোল পান। বলটি প্রথমে ক্রসবারের ভেতরে লেগে গোল লাইন পার করে আবার বাইরে চলে আসে কিন্তু লাইনস রেফারি সেটিকে গোল দিয়ে দেন, এইভাবে প্রথমার্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধের খেলায় গোয়ার কোচ অনেকগুলি পরিবর্তন করলেও তারা আর গোলের দেখা পায়নি এবং খেলার স্কোর দাঁড়ায় ২-১, এবং ইস্টবেঙ্গল জিতে যায়। ইস্টবেঙ্গল এখন লীগের ১০ নম্বর স্থানে অবস্থান করছে ও গোয়া ইস্টবেঙ্গলের ঠিক ওপরে ৯ নম্বর স্থানে অবস্থান করছে।তার পাশাপাশি আবারো আজকের এটিকে মোহনবাগানের ম্যাচ টি স্থগিত রাখা হল করোনা ভাইরাসের কারণে, এই নিয়ে মোহনবাগানের মোট তিনটি ম্যাচ পরপর করা হলো। আবার তাদের ম্যাচ আছে সোমবার। এবার দেখার বিষয় সোমবার তারা তাদের সম্পূর্ন দল নিয়ে মাঠে নামতে পারে কিনা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamojoy Shrimany

Related News