Flash news
    No Flash News Today..!!
Friday, May 17, 2024

বাংলাদেশ–পাকিস্তানের গ্রুপে ভারত, লক্ষ ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপ

banner

#Pravati Sangbad Digital Desk:

মাত্র মাস দুয়েক আগে শেষ হয়েছে সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপ। এর মধ্যেই আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণা করল আইসিসি। 
গতকাল এই গ্রুপিং ও সূচি প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ১৬ অক্টোবর প্রথম রাউন্ড থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের সুপার টুয়েলভে বাংলাদেশ–পাকিস্তানের গ্রুপে পড়েছে ভারত। সুপার টুয়েলভে দুটি গ্রুপ করা হয়েছে। প্রতিটি গ্রুপে ছয়টি করে দল খেলবে। দ্বিতীয় গ্রুপে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের সঙ্গী দক্ষিণ আফ্রিকা। সুপার টুয়েলভের প্রথম গ্রুপে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। 
প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের বিজয়ী ও ‘এ’ গ্রুপের রানার্সআপ দল খেলবে সুপার টুয়েলভের গ্রুপ ১-এ এবং ‘এ’ গ্রুপের বিজয়ী এবং ‘বি’ গ্রুপের রানার্সআপ দল যোগ দেবে সুপার টুয়েলভের গ্রুপ ২-এ।
শ্রীলঙ্কা, নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের সঙ্গে প্রথম রাউন্ডে খেলবে বাছাইপর্ব পেরোনো ৪ দল। প্রথম রাউন্ডে দুটি গ্রুপে চারটি করে দল খেলবে। আইসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে র‌্যাঙ্কিংয়ে নিরাপদ অবস্থানে থাকায় ভারতকে প্রথম রাউন্ডে খেলতে হচ্ছে না। 
ভারতের ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ২৩শে অক্টোবর পাকিস্তানের সাথে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে । ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্নে । এরপর ২৭শে অক্টোবর এ গ্রুপের রানার্স দলের সঙ্গে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ রয়েছে । তারপর ৩০শে অক্টোবর পার্থ স্টেডিয়ামে ভারতের ম্যাচ রয়েছে বর্তমান প্রতিপক্ষ প্রোটিয়া দের সাথে ।
এরপর নভেম্বরের ২ তারিখে  মুখোমুখি হচ্ছে ভারত এবং বাংলাদেশ , অস্ট্রেলিয়ার  অডিলেড ওভালে , আর ৬ নভেম্বর ভারতের একটি ম্যাচ রয়েছে বি গ্রুপের বিজয়ীদের সাথে মেলবোর্ন স্টেডিয়ামে ।
গত টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে ২২ অক্টোবর সিডনিতে শুরু হবে সুপার টুয়েলভের লড়াই। 
৬ নভেম্বর শেষ হবে সুপার টুয়েলভের লড়াই। ৯ ও ১০ নভেম্বর সিডনি এবং অ্যাডিলেডে দুটি সেমিফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। 
১৩ নভেম্বর এমসিজিতে ফাইনাল। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার ৭টি স্টেডিয়ামে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করা হবে।
সুপার টুয়েলভে দুটি গ্রুপ:
এক নম্বর গ্রুপ: ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের বিজয়ী দল, প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের রানার্সআপ দল। 
দুই নম্বর গ্রুপ: ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল, প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের বিজয়ী দল।
প্রথম রাউন্ডের দুটি গ্রুপ:
এ গ্রুপ: শ্রীলঙ্কা, নামিবিয়া ও বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দল।
বি গ্রুপ: ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড ও বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দল।
সুপার টুয়েলভে ভারতের ম্যাচের সূচি:
২৩ অক্টোবর,মেলবোর্ন  : ভারত বনাম পাকিস্তান ।
২৭অক্টোবর, সিডনি: ভারত বনাম প্রথম রাউন্ডে এ গ্রুপের রানার্স আপ দল  ।
৩০ অক্টোবর, পার্থ : ভারত বনাম দক্ষিন আফ্রিকা ।
২ নভেম্বর, অ্যাডিলেড: বাংলাদেশ বনাম ভারত।
৬ নভেম্বর, মেলবোর্ন : ভারত বনাম প্রথম রাউন্ডের বি গ্রুপের বিজয়ী দল।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Avijit Das

Tags:

Related News