Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ভারতের পর পাকিস্তানকে শুকিয়ে মারতে নদীবাঁধ দেবে আফগানিস্তান

banner

journalist Name : Priyashree khangar

#Pravati Sangbad Digital:

ভারতের পর পাকিস্তানকে শুকিয়ে মারতে নদীবাঁধ দেবে আফগানিস্তান

ভারতের পরে এবার পাকিস্তানের জল সরবরাহ সম্ভবত বন্ধ করতে চলেছে আফগানিস্তানও। কাবুলে এয়ার স্ট্রাইকের পর পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার নেয়। সীমান্তে দুই দেশের গুলির লড়াইয়ে ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর। এরপর দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি হয়। সেই মেয়াদ শেষের আগেই ঘোষণা করা হয় দোহায় আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এই অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। তবে তার আগেই আফগানিস্তানে ফের হামলা চালায় পাকিস্তান। এই পরিস্থিতিতে এবার এই সিদ্ধান্তের কথা জানাল আফগানিস্তান।

তালিবান জানিয়ে দিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব কুনার নদীর উপরে বাঁধ তৈরি করবে তারা। ফলে আফগানিস্তান থেকে পাকিস্তানমুখী ওই নদীর প্রবাহ থেকে বঞ্চিত হবে ইসলামাবাদ। এর আগে ভারত সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার পর জানিয়ে দিয়েছিল, রক্ত ও জল একই সঙ্গে বইতে পারে না। এবার আফগানিস্তানও সেই পথে হাঁটায় নিঃসন্দেহে পাকিস্তানের অস্বস্তি আরও বাড়ল।                              পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছিল INS বিক্রান্ত

আফগান জল ও শক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সুপ্রিম লিডার আখুনজাদা মন্ত্রককে নির্দেশ দিয়েছেন, কুনার নদীর বুকে দ্রুত বাঁধ তৈরি করার। আর সেজন্য দেশীয় সংস্থার সঙ্গে যত তাড়াতাড়ি চুক্তি স্বাক্ষর করতেও নির্দেশ দেওয়া হয়েছে। সেদেশের তথ্য প্রতিমন্ত্রী মুহাজির ফারাহি এক্স হ্যান্ডলে পোস্ট করে এই খবর দিয়েছেন।

Related News