Flash news
  1. উচ্চ রক্তচাপ কমাতে এই খাবারেই হবে কেল্লাফতে
  2. ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’: ভূতেদের হুল্লোড় আর রোমান্সে মোড়া নতুন বাংলা হরর-কমেডি
  3. আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ১১ থেকে ১৫ জুন ২০২৫ পর্যন্ত, লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।
  4. ফের বোমাতঙ্ক! থাইল্যান্ড থেকে ভারতের পথে এয়ার ইন্ডিয়ার বিমানে চাঞ্চল্য
  5. আমেদাবাদের ভয়াবহ বিমানে উপস্থিত ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও
  6. ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা! প্রায় ২০০ যাত্রী নিয়ে ভেঙে পড়ল উড়ান
  7. গরমের অস্বস্তি থেকে রেহাই পেতে স্কুল গুলির ছুটি ঘোষণা করলো রাজ্য সরাকর
  8. "ফিটনেস না বডি শেমিং? সোশ্যাল মিডিয়ার শরীরচর্চা-সংস্কৃতি"
  9. সুপ্রিম কোর্টের বিরাট রায় – মায়েদের অধিকারের জয়।
Sunday, June 15, 2025

মোবাইল দেখা নিয়ে অশান্তির জন্য সন্তানের FIRএ কাঠগড়ায় মা-বাবা

banner

#Pravati Sangbad Digital Desk:

মোবাইল দেখা নিয়ে অশান্তির জন্য সন্তানের FIRএ কাঠগড়ায় মা-বাবা

অনেক মা-বাবা শিশুর সামনে মোবাইল চালিয়ে নিজেদের টুকিটাকি কাজ সেরে ফেলেন। আর এ ভাবেই মোবাইল কিংবা টিভির নেশায় বুঁদ হয়ে পড়ে ছোটরা। এই নিয়ে সংসারে চলে অশান্তি। সম্প্রতি টিভি এবং মোবাইল দেখা নিয়ে কড়া শাসন করায় মধ্যপ্রদেশে মা-বাবার বিরুদ্ধে থানায় গেছেন দিদি আর ভাই।

মা-বাবার বিরুদ্ধে যে ধারায় মামলা দায়ের করেছে পুলিশ, তাতে তাঁদের সাত বছর পর্যন্ত সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে।


ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইনদওরের চন্দননগর থানায় প্রথমে অভিযোগ দায়ের হয় এই নিয়ে। এই মুহূর্তে আদালতে উঠেছে সেই মামলা। টিভি এবং মোবাইল দেখা নিয়ে সারা ক্ষণ মা-বাবা বকাঝকা করেন, কড়া শাসনে রাখেন বলে অভিযোগ করেছেন ২১ বছর বয়সি এক তরুণী এবং তাঁর আট বছর বয়সি ভাই। মা-বাবার বিরুদ্ধে থানায় FIR দায়ের করেছে।

মা-বাবার বিরুদ্ধে যে ধারায় মামলা দায়ের করেছে পুলিশ, তাতে তাঁদের সাত বছর পর্যন্ত সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে চালানও জমা পড়ে জেলা আদালতে। পরে হাইকোর্টে সেটিকে চ্যালেঞ্জ জানান অভিযুক্ত দম্পতি। সেই নিয়ে ইতিমধ্যেই একদফা শুনানিও হয়েছে আদালতে। আপাতত হাইকোর্ট জেলা আদালতের ট্রায়ালের উপর স্থগিতাদেশ দিয়েছে।

মামলার সঙ্গে যুক্ত আইনজীবী ধর্মেন্দ্র চৌধরি জানিয়েছেন, হাইকোর্টে পিটিশন জমা পড়েছে। টিভি এবং মোবাইল দেখার জন্য শুধু তাঁদের বকাঝকাই নয়, মা-বাবা মারধরও করেন বলে অভিযোগ করা হয়। সেই নিরিখে নাবালক বিচার আইনে মামলা দায়ের করে পুলিশ।


জুভেনাইল জাস্টিস অ্যাক্টে অভিভাবকের বিরুদ্ধে পুলিশ কেস রেজিস্টার করে। কোর্টে অভিযুক্তরা বলেন, ছেলেমেয়েদের শাসন করা তো খুবই স্বাভাবিক ব্যাপার। তবে সে জন্য যে কাঠ গড়ায় উঠতে হবে সেটা তাঁরা স্বপ্নেও ভাবেননি। এদিকে এফ আই আর দায়েরের পর থেকেই দিদি আর ভাই তাদের এক আত্মীয়ার কাছে রয়েছে। এখন বিচারক কী রায় দেন সেদিকেই সবার নজর। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : প্রিয়শ্রী