Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

পারফিউম বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না জেনে নিন ঘরোয়া সমাধান

banner

#Pravati Sangbad digital Desk:

গরমে একেবারে নাজেহাল অবস্থা। ঘেমে নেয়ে একসা। এই গরমে আমাদের পরম প্রিয় বন্ধু হয়ে ওঠে সুগন্ধী বা পারফিউম।আর এই সময় যদি পারফিউমের গন্ধ বেশিক্ষণ না স্থায়ী হয় তাহলে তো মহাবিপদ! ঘামের গন্ধে টেকা দায়। তাহলে উপায়? সুগন্ধী ব্যবহার করার রয়েছে নানা নিয়ম। যা মেনে চললে, বেশিক্ষণ সময় ধরে স্থায়ী হবে পারফিউম -

শুকনো কোনও জায়গায় পারফিউম রাখুন: বাথরুমের স্যাঁতসেঁতে কোণে পারফিউমের বোতল গুঁজে রেখে দেবেন না, তাতে তার গন্ধ তীব্রতা হারাবে৷ অতিরিক্ত তাপমাত্রা, আলো, আর্দ্রতার মতো নানা কারণে সুগন্ধি ক্রমশ দুর্বল হয়ে পড়ে৷ আপনি যে ড্রেসিং টেবিলে বসে সাজগোজ করেন, সেটি জানলার পাশে হলেও সেখানে পারফিউমের বোতল না রাখাই ভালো৷ শুকনো আর অন্ধকার জায়গা হচ্ছে সুগন্ধি রাখার সবচেয়ে ভালো স্পট৷

পালস পয়েন্টে পারফিউম লাগান, তা দীর্ঘস্থায়ী হয়: কবজির ভিতর দিক, ঘাড়ের পাশ, নাভির নিচ, হাঁটুর পিছন, গোড়ালির ভিতর আর বাইরের দিক৷ এই স্পটগুলি যেহেতু উষ্ণ, তাই এখানে পারফিউম লাগালে তার গন্ধ অনেকক্ষণ থাকে৷ অনেকে পারফিউম লাগিয়ে জায়গাটা ঘষে নেন, তাতে কিন্তু টপ নোট খুব দ্রুত উবে যায়৷ হাঁটু আর গোড়ালিতে লাগালে দিনভর গন্ধটা আপনার শরীর জড়িয়ে উপরের দিকে উঠতে থাকে৷ আর ভালো হয় এই অংশগুলিকে পেট্রোলিয়াম জেলি লাগানোর পর পারফিউম স্প্রে করতে পারলে, তাতে সুগন্ধি আরও বেশিক্ষণ স্থায়ী হবে৷

পোশাকের উপর সুগন্ধি স্প্রে করবেন না: স্নান সেরে ময়েশ্চরাইজ়ার লাগানোর পরই পারফিউম স্প্রে করে নিন, তার পর পোশাক পরুন৷ ত্বকের আর্দ্রতা সুগন্ধিকে বেশিক্ষণ আটকে রাখতে সমর্থ হবে৷ দামি পোশাক বা গয়নার সুগন্ধির দাগও হবে না এই নিয়ম মেনে চললে৷

চুলে সরাসরি পারফিউম স্প্রে করবেন না: চুলের দুর্গন্ধ এড়ানোর জন্য অনেকেই চুলের দৈর্ঘ্য বরাবর সুগন্ধি লাগান৷ এই অভ্যেসের ফলে কিন্তু আপনার চুল ক্রমশ শুকনো হয়ে উঠতে পারে৷ তার চেয়ে ব্রাশে পারফিউম লাগিয়ে তা দিয়ে চুল আঁচড়ে নিন, অনেক ভালো কাজ হবে৷

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News