Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

দোল উৎসব থেকে হোলিকা দহন! রঙিন হোলির ইতিহাস

banner

#Pravati Sangbad Digital Desk:

দোল বা হোলি নয়, সেই উৎসবের নাম ছিল মদনোৎসব বা কামমহোৎসব। সংস্কৃত সাহিত্যের নানা জায়গায়, ‘কামসূত্র’, ‘রত্নাবলী’ বা ‘মালতী মাধব’ নাটকে বিস্তারিত উল্লেখ আছে এই উৎসবের। একাদশ শতকে আল বিরুনির ভারত বিবরণেও উল্লেখ করা হয়েছে সেই মদনোৎসবের জাঁকজমকের কথা। এই উৎসবে পুজো করা হত কামদেবতা মদন ও রতির। তবে তা হত চৈত্র মাসে, ফাল্গুনে নয়। দেবপুজোর পাশাপাশি চন্দন, কুঙ্কুম, গুলাল নিয়ে খেলা হত। পুরুষের পাশাপাশি সে খেলায় অংশ নিতেন অন্তঃপুরিকা, এমনকি বারাঙ্গনারাও। রং খেলার পাশাপাশি নাচ-গান, ভুরিভোজের আয়োজনও থাকত । হোলিকে ঘিরে নানা পুরাণে রয়েছে নানা গল্প। দানবনন্দিনী হোলিকার নাম থেকেই এসেছে‘হোলি’নামটি। সংস্কৃত 'হোলকা ' শব্দের অর্থ আধপোড়া শস্য। এখনও ভারতের কিছু কিছু এলাকায়, বিশেষত পাঞ্জাব, হরিয়ানা অঞ্চলে হোলকা উৎসব হয়। আর তাতে আগুনে পুড়িয়ে আধপোড়া গম, ছোলা প্রভৃতি খাওয়ার রীতিও আছে। শুধু উত্তর ভারতেই নয়, আমরা বাঙালিরাও হোলিকা দহনের রীতি বয়ে বেড়াচ্ছি আজও। দোলের আগের দিন যে নেড়াপোড়া হয়, তা আসলে হোলিকা-দহনেরই প্রতীক। বাংলাদেশে যা ‘দোলযাত্রা’, ওড়িশায় তা ‘দোলোৎসব’, মহাভারতীয় যুগে ও উত্তর ভারতে ‘হোলি’ বা ‘হোরি’, কোঙ্কন আর গোয়ায় ‘শিমাগা’, দক্ষিণ ভারতে এই উৎসবের নাম ‘মদন দহন’ বা ‘কামায়ন’। নাম যাই হোক, রঙের এই খেলায় মিশে গেছে ধর্ম আর প্রেম। বিভেদ ভুলে রঙের অছিলার পরস্পরকে কাছে টেনে নেওয়ার উৎসবের নামই যে হোলি… সময় বদলালেও আমাদের দেশ থেকে এখনও হারিয়ে যায়নি সেই ঐতিহ্য।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Ashapurna Das Adhikary

Tags:

Related News