Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

কেন প্ল্যাটফর্মে দেওয়া থাকে হলুদ রঙের বর্ডার লাইন? এর কারণ জানলে অবাক হবেন

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

ভারতীয় রেলপথকে দেশের প্রধান পরিবহন সংস্থা বলা হয়ে থাকে। আবার এশিয়ার বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং এক ব্যবস্থাপনায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্কও। প্রতিদিন এই রেলপথের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ নিজের গন্তব্যে পৌঁছে যায়। কেউ যান নিজের রুজি রুটির তাগিদে, আবার কেউ যান ভ্রমণের উদ্দেশ্যে। তবে কখনও কি আপনার মনে প্রশ্ন জেগেছে, কেন রেলের প্ল্যাটফর্মে হলুদ দাগ দেওয়া থাকে?

স্টেশনে পা দিলেই দেখতে পাবেন একটি হলুদ রঙের দাগ রয়েছে, প্ল্যাটফর্মের একমাথা থেকে অন্য মাথা পর্যন্ত লম্বাভাবে টানা রয়েছে। কিছু প্ল্যাটফর্মে এই হলুদ রং শুধুমাত্র রং দিয়ে লাইন টানা থাকে। আবার কিছু জাগায় হলুদ রঙের টাইলস দিয়ে লাইন তৈরি করা থাকে। তবে একন এমনটা করা থাকে, তা যদি আপনার জানা না থাকে, তাহলে জেনে নিন।
প্রত্যেক প্ল্যাটফর্মে এই দাগ দেখা যায়। প্রথমদিকে হলুদ রং দিয়ে এই দাগ দেওয়া হলেও, বর্তমানে সেখানে হলুদ রঙের টাইলস ব্যবহার করা হয়। আসলে যাত্রীদের নিরাপত্তার জন্য এই দাগ দেওয়া হয়। রেললাইনের সাথে সমান্তরালে থাকা এই টাইলস অন্যান্য টাইলস থেকে সামান্য উঁচুও থাকে। আসলে যাত্রীরা যাতে ট্রেন লাইনের খুব কাছাকাছি না চলে যান সেজন্যই এই দাগ দেওয়া থাকে।
আবার, একটু লক্ষ্য করলে দেখবেন এই হলুদ দাগ প্ল্যাটফর্ম থেকে কিছুটা উঁচু করে দেওয়া থাকে। যাতে করে প্ল্যাটফর্মে উপস্থিত কোন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির বুঝতে অসুবিধা না হয় এবং তিনি যেন ভুল করে প্ল্যাটফর্মের একদম ধারে না চলে যান। সেই কারণেই এমনটা করা থাকে।
তাই এবার থেকে প্ল্যাটফর্মে চলার সময় একটু সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। বিশেষত ট্রেন আসার মুহূর্তে অনেকেই কিছুটা এগিয়ে গিয়ে ট্রেন কত দূরে রয়েছে তা দেখার চেষ্টা করে থাকেন। যারা এমন কাজ করেন, তাঁদের উদ্দেশ্যে বলা ভালো, ভুলেও এমনটা করতে যাবেন না। কখনই প্ল্যাটফর্মের এই হলুদ দাগ পেরিয়ে সামনের দিকে যাবেন না।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News