Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় হওয়া বাড়ির যাচাই করতে গিয়ে বেধড়ক মারধরের শিকার মহিলা সরকারি আধিকারিক

banner

#Pravati Sangbad Digital Desk:

বাড়ি যাচাই করতে গিয়ে আক্রান্ত এক মহিলা সরকারি আধিকারিক। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় হওয়া বাড়ির যাচাই করতে গেলে সরকারি আধিকারিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বাডির মালিক ও তাঁর ছেলে ও পুত্রবধবূর বিরুদ্ধে। ঘটনার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার আমতায়। আধিকারিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল হাওড়ার আমতা-১ ব্লকে। অভিযোগ করেছেন খোদ মৎস্য সম্প্রসারণ আধিকারিক সোমদত্তা দাশগুপ্ত। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে থাকা অন্যান্য সদস্যদেরও মারধর করা হয়েছে। এমনকি তাঁদের থেকে মোবাইল কেড়ে নিয়ে দীর্ঘক্ষণ আটকেও রাখা হয়। পরবর্তীতে জানাজানি হলে পুলিশ ও বিডিও গিয়ে তাঁদের উদ্ধার করেন। ইতিমধ্যে এ বিষয়ে AAWAS Plus এনকোয়েরি টিমের সদস্য শুভদীপ মজুমদার আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর কিছুদিন আগেই কাকদ্বীপ মহকুমায় আবাস যোজনার তথ্য যাচাইয়ের কাজ করতে গিয়ে হুমকির মুখে পড়েছিলেন আশা, অঙ্গনওয়াড়ি কর্মীরা। অভিযোগ, স্থানীয় রাজনৈতিক নেতারা হুমকি দেন তালিকায় নাম না থাকলে আগামিদিনে এলাকায় কাজ করতে দেওয়া হবে না। এমনকি অকথ্য ভাষায় ‘চামড়া গুটিয়ে’ দেওয়ার হুমকিও শুনছেন কেউ কেউ। সেই আতঙ্কে তথ্য যাচাইয়ের কাজ থেকে সরে দাঁড়াতে চাইছেন অনেকেই। এবার হাওড়ায় মৎস্য সম্প্রসারণ আধিকারিকের সঙ্গে এমন ঘটনা সামনে এল। 

হাওড়ার উক্ত ঘটনায় পুলিশকে জানানো অভিযোগপত্রে শুভদীপবাবু লেখেন, "বিকাল সাড়ে ৫টা নাগাদ আমরা শঙ্করী কাওলের বাড়িতে যাচাইয়ের কাজে গেলে ওনার ছেলে ও পুত্রবধূ আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমাদের কাজে বাধা দেন। আমরা ওনাদের শান্ত করার চেষ্টা করলে ওনারা আমাদের মোবাইল ও সরকারি নথি ছিনিয়ে নেন। আমার গলা টিপে ধরেন। মারধর করে আমার জামাকাপড় ছিঁড়ে দেন। আমার সঙ্গে থাকা মহিলা অফিসারকেও মারধর করার চেষ্টা করেন। ওনার গলায় থাকা সোনার হারও ছিনিয়ে নেন।"

পুলিশকে জানানো লিখিত অভিযোগের ভিত্তিতে উক্ত পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  শুভদীববাবু আরও লেখেন, "এ ঘটনার পর আমরা আর কোনও উপায় না পেয়ে আমতা-১ ব্লক ডেভলপমেন্ট আধিকারিককে জানাই। ওনার কাছে সাহায্য প্রার্থনা করি। কিছুক্ষণের মধ্যে উনি এবং আমার অফিসের সহকর্মীরা আমাদের ওনাদের হাত থেকে উদ্ধার করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।"

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Puja Adhikary

Related News