Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

২০২২ এর আইপিএল নিয়ে বিভীষিকা ! দক্ষিণ আফ্রিকায় নাকি শ্রীলঙ্কায় ?

banner

#Pravati Sangbad Digital Desk:

গোটা দেশ জুড়ে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। করোনার তৃতীয় ঢেউয়ের প্রকোপে সব ক্ষেত্রের মানুষই আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন ক্রীড়াবিদরা একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে এ দেশে যদি আইপিএল আয়োজন করা সম্ভব না হয়, তবে বিকল্প কেন্দ্র হিসাবে বিসিসিআই ভাবছে দক্ষিণ আফ্রিকা অথবা শ্রীলঙ্কার কথা। এখনও অবধি বিসিসিআই নতুন দুই দল সহ মোট ১০টি দলকে সাথে নিয়ে হোমঅ্যাওয়ে ফর্ম্যাটে এ দেশের মাটিতেই আইপিএল আয়োজনের কথা ভাবছে। কিন্তু, যদি দেশজুড়ে সংক্রমণ অত্যন্ত বাড়ে, তবে আশা করা যাচ্ছে অন্য দেশেই আয়োজিত হতে পারে ২০২২ এর আইপিএল।
সম্প্রতি, এ বিষয়ে বিসিসিআই-এর অন্যতম এক কর্তা জানিয়েছেন, ' আগামী দুমাসে দেশ জুড়ে করোনার প্রকোপে সব কিছুর পরিস্থিতি কেমন থাকবে, তা বলা যাচ্ছে না। করোনার তৃতীয় ঢেউয়ের সংক্রমণ কতদিন থাকবে, সে নিয়ে কেউই নিশ্চিত নয়। প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম গোটা আইপিএল মহারাষ্ট্রেই আয়োজিত করা হবে। কিন্তু, সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি। তাই এই পরিকল্পনা আর বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। তাই আপাতত করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া অবধি দক্ষিণ আফ্রিকা অথবা শ্রীলঙ্কায় হতে পারে।
পূর্বে ২০০৯ সালে লোকসভা নির্বাচনের জন্য দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হয়েছিল দ্বিতীয়  আইপিএল। ২০২০ ও ২০২১ এ আইপিএল হয়েছে আরবে।
বর্তমানে ভারতীয় ক্রিকেট দল  দক্ষিণ আফ্রিকাতেই আছে। প্রথমে ভারতীয় দলের এই সফরে আপত্তি থাকলে, এখন তারা এই সফর বেশ ভালোই উপভোগ করছেন। তাই দক্ষিণ আফ্রিকাকেই আইপিএল এর বিকল্প দেশে যাবে ভাবছেন বিবিসিআই। তবে একেবারে শেষ পর্যন্ত কি হবে সেটা এখনই বলা সম্ভব নয়। আগামী দু মাসের পর বিসিসিআই করোনা পরিস্থিতির উন্নতি দেখে সঠিক সিদ্ধান্ত পৌঁছাতে পারবেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sutapa Dey Sarkar

Tags:

Related News