Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

নিলামের মাস্টারমাইন্ড কেন বলছে কিরণকুমার গ্র্যান্ডিকে! চলুন জেনে নেওয়া যাক

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫ এর মেগা নিলাম সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনের নিলাম শেষ, উড়েছে কয়েকশো কোটি টাকা। ইতিমধ্যে, নিলামের প্রথম দিনই  'মাস্টারমাইন্ড' হয়ে উঠেছেন ডিসি বা দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক কিরণকুমার গ্র্যান্ডি। তাঁকে 'মাস্টারমাইন্ড' বলা হচ্ছে, কারণ চলতি মেগা নিলামে তিনি শুধুমাত্র কেএল রাহুলকে ১৪ কোটি টাকায় নিয়েছেন। কেবল শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন এইগান্ধী । লখনউ সুপার জায়ান্টস রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে কিনেছে। কম দামে প্লেয়ার সই করাই নয়, বিড করে অন্য প্লেয়ারদের দামও বাড়িয়েছেন তিনি। এই মাইন্ড গেমের জন্য রাতারাতি ভাইরাল হয়েছেন দিল্লি ক্যাপিটালসের টেবিলে বসে থাকা কিরণ কুমার গান্ধী।

দ্বিতীয় দিনের আইপিএল নিলামে কোন দলের কাছে কত টাকা আছে

প্রসঙ্গত,  দিল্লি ক্যাপিটালস GMR গ্রুপ এবং JWS গ্রুপ নামে দুটি বড় কোম্পানির মালিকানাধীন। কিরণ কুমার গান্ধী GMR গ্রুপের CEO, MD এবং ডিরেক্টর। প্রথমে দিল্লি ডেয়ারডেভিলস নাম থাকাকালীন এই ফ্র্যাঞ্চাইজির মালিক ছিল GMR গ্রুপ। পরে ফ্র্যাঞ্চাইজির একটা অংশ বিক্রি করে দেওয়া হয় JSW গ্রুপকে। তখন থেকে দলের নাম দিল্লি ক্যাপিটালস।  সোশ্যাল মিডিয়ায়  কিরণ কুমার গান্ধীর প্রশংসা করেছেন নেটিজেনরা। কেউ কেউ তাঁকে IPL-এর পিকাসো বলেছেন। অনেকে আবার প্রীতি জিন্টার সঙ্গে তাঁর তুলনা টেনেছেন।  এক ব্যক্তি টুইটারে লেখেন, "আজকের নিলামের ম্যান অফ দ্যা ম্যাচ হলেন কিরণ কুমার গান্ধী।"


উলেখ্য, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩-এর উন্নয়নেও টেন্ডার পেয়েছে তাঁর সংস্থা। এর আগে পরিকাঠামো ও মহাসড়ক বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। বর্তমানে, গ্র্যান্ডি জিএমআর গ্রুপের ফিনান্স এবং কর্পোরেট কৌশলগত পরিকল্পনা বিভাগের ডিরেক্টর। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News