Flash news
    No Flash News Today..!!
Monday, July 14, 2025

১৮ বছরের অপেক্ষার অবসান, আরসিবির জয়ে আবেগঘন বিজয় মালিয়া

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইপিএল ট্রফি জিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। পাঞ্জাব কিংসকে হারিয়ে ২০২৫ আইপিএল ট্রফি নিজেদের করে নেয় কোহলি-স্মৃতি নেতৃত্বাধীন দল। দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই বহু প্রতীক্ষিত ‘ই সালা কাপ নামদে’ মুহূর্ত। এই ঐতিহাসিক জয়ের সঙ্গে আবেগঘনভাবে যুক্ত হলেন দলের প্রাক্তন মালিক বিজয় মালিয়া। ব্রিটেনে আত্মগোপনে থাকা বিতর্কিত এই ব্যবসায়ী আরসিবির জয়ের পরে এক্স (পূর্বতন টুইটার)-এ একের পর এক পোস্ট করে নিজের আনন্দ ভাগ করে নেন। তবে, তার এই উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ যতটা আবেগঘন ছিল, তার চেয়েও বেশি প্রতিক্রিয়া সৃষ্টি করে নেট দুনিয়ায়।

আরসিবির জয় ঘোষণার পর বিজয় মালিয়া এক্স হ্যান্ডেলে লেখেন, “১৮ বছর পর অবশেষে আইপিএল জিতেছে আরসিবি। গোটা মরশুম দারুণ খেলেছে দল। কোচ, সাপোর্ট স্টাফ মিলিয়ে চমৎকার ভারসাম্য ছিল। ই সালা কাপ নামদে! অনেক শুভেচ্ছা গোটা দলকে।”এরপরের পোস্টে আরও আবেগঘন হয়ে মালিয়া লেখেন, “যখন আরসিবি তৈরি করেছিলাম, তখন স্বপ্ন ছিল আইপিএল ট্রফি একদিন বেঙ্গালুরুতে আসবে। কিং কোহলিকে যুব ক্রিকেটার হিসেবে দলে নেওয়ার সুযোগ পেয়েছিলাম। ১৮ বছর ধরে সে দলে রয়েছে, এটা অসাধারণ। ক্রিস গেইল, এবি ডি’ভিলিয়ার্স— এঁদেরও দলে এনেছিলাম। অবশেষে আমার সেই স্বপ্ন পূর্ণ হল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।”


নেটিজেনদের কটাক্ষ:

তবে মালিয়ার আবেগে মুগ্ধ না হয়ে, নেটিজেনরা তাঁকে একহাত নিতে ছাড়েননি। অনেকে খোঁচা দিয়ে লেখেন, “ই সালা ভারত আজা!”। “স্বপ্ন তো পূরণ হল, এবার সিবিআইয়ের স্বপ্ন পূরণ করুন।‘’  “দেশে ফিরে জনগণের টাকা ফেরত দিন।”“কাপ তো এল, এবার আপনি আসুন।‘’ কিছু ব্যবহারকারী সরাসরি তির্যক মন্তব্যে বলেন, মালিয়ার এভাবে দেশের ক্রিকেট সাফল্যে অংশ নেওয়ার কোনও নৈতিক অধিকার নেই, যতক্ষণ না তিনি ঋণখেলাপির দায় মেটান।

পহেলগাঁও হামলার পর কাশ্মীরে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, বিজয় মালিয়ার বিরুদ্ধে বহু কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এবং ভারতের আইন অনুযায়ী একজন পালাতক অপরাধী। দিন কয়েক আগেই মালিয়া দাবি করেছিলেন, ব্যাঙ্কগুলি তাঁর থেকে বকেয়া ঋণের চেয়েও বেশি অর্থ আদায় করে নিয়েছে। আরসিবির আইপিএল জয়ের আনন্দে যখন গোটা দেশ মাতোয়ারা, তখন প্রাক্তন মালিক বিজয় মালিয়ার আবেগঘন বার্তা যেন স্মরণ করিয়ে দিল একটি ‘অপূর্ণ অধ্যায়ের’ কথা। মালিয়া আরসিবির প্রতিষ্ঠাতা হোক বা কিং কোহলিকে প্রথমবার দলে নেওয়ার কৃতিত্ব তাঁর থাকুক, আজ তিনি দেশের দৃষ্টিতে একজন পলাতক ঋণখেলাপি। তাই তাঁর স্বপ্নপূরণেও অনেকের চোখে প্রশ্নচিহ্ন থেকেই যায়— এত বছর পর কাপ এলো ঠিকই, তবে ন্যায়ের প্রত্যাবর্তন কবে? 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News