Flash news
    No Flash News Today..!!
Wednesday, April 23, 2025

দ্বিতীয় দিনের আইপিএল নিলামে কোন দলের কাছে কত টাকা আছে ?

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রথম দিনের আইপিএল নিলাম শেষ। আজ হবে নিলামের দ্বিতীয় দিন। প্রথম দিন নিলামে উঠেছিলেন মোট ৮৪ জন ক্রিকেটার। তার মধ্যে ৭২ জন ক্রিকেটার দল পেয়েছেন। প্রতিটি দল থেকে ১৮ জন ও সর্বাধিক ২৫ জন ক্রিকেটার রাখতে হবে। ২৫ জনের দল পূর্ণ  করার জন্য দ্বিতীয় দিন কোন দলকে কত জন ক্রিকেটার কিনতে হবে? কোন দলের কাছে কত টাকা বাকি রয়েছে?  আসুন দেখে নেওয়া যাক 

কলকাতা নাইট রাইডার্স-প্রথম দিনের নিলামে কেকেআর ৭ জন ক্রিকেটারকে কিনেছে। এখন তাদের দলের রয়েছেন মোট ১৩ জন ক্রিকেটার। অর্থাৎ, আরও ১২ জনকে কিনতে হবে তাদের। তার জন্য কেকেআরের কাছে  আছে ১০ কোটি ৫ লক্ষ টাকা রয়েছে।

চেন্নাই সুপার কিংস- চেন্নাই নিলামে ৭ জনকে কিনেছে। তাদের মোট ক্রিকেটারের সংখ্যা ১২ জন। আরও ১৩ জনকে কিনতে হবে । তার জন্য চেন্নাইয়ের কাছে আছে  ১৫ কোটি ৬০ লক্ষ টাকা।

মুম্বই ইন্ডিয়ান্স- প্রথম দিনের নিলামে মুম্বই কিনেছে ৪ জনকে। তাদের দলে এখন মোট ক্রিকেটার ৯ জন। অর্থাৎ, দ্বিতীয় দিন আরও ১৬ জনকে কিনতে হবে । তার জন্য তাঁদের কাছে আছে  ২৬ কোটি ১০ লক্ষ কোটি টাকা।

যশস্বীকে বলা হচ্ছে ‘ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ’ ৷

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- এখনও পর্যন্ত নিলামে বেঙ্গালুরু কিনেছে ৬ জনকে। তাদের দলে এখন ক্রিকেটারের সংখ্যা ৯ জন। আরও ১৬ জন ক্রিকেটার দরকার । বেঙ্গালুরুর কাছে আছে  ৩০ কোটি ৬৫ লক্ষ টাকা।

দিল্লি ক্যাপিটালস-  প্রথম দিনের নিলামে দিল্লি ৯ জন ক্রিকেটার কিনেছে। এখনও পর্যন্ত তাদের মোট ক্রিকেটারের সংখ্যা ১৩ জন। অর্থাৎ, আরও ১২ জনকে কিনতে হবে তাদের। দিল্লির কাছে আছে ১৩ কোটি ৮০ লক্ষ টাকা। 

লখনউ সুপার জায়ান্টস- নিলামে  ৭ জন ক্রিকেটার কিনেছে লখনউ। তাদের  এখন মোট ১২ জন ক্রিকেটার রয়েছে। সোমবার আরও ১৩ জন ক্রিকেটার কিনতে হবে তাদের। তাদের কাছে  রয়েছে ১৪ কোটি ৮৫ লক্ষ টাকা।

গুজরাত টাইটান্স— নিলামে গুজরাত এখনও পর্যন্ত কিনেছে ৯ জনকে। মোট ১৪ জন ক্রিকেটার এখন তাদের দলে রয়েছে। অর্থাৎ,  আরও ১১ জনকে কিনতে হবে তাদের। তার জন্য গুজরাত কাছে আছে ১৭ কোটি ৫০ লক্ষ টাকা।


রাজস্থান রয়্যালস— রাজস্থানের দলে এখনও পর্যন্ত রয়েছে মোট ১১ জন ক্রিকেটার। রবিবার নিলামে তারা কিনেছে ৫ জনকে। দল পূর্ণ করতে এখনও ১৪ জন ক্রিকেটার তাদের দরকার। তাদের কাছে রয়েছে  ১৭ কোটি ৩৫ লক্ষ টাকা ।

সানরাইজার্স হায়দরাবাদ— নিলামের প্রথম দিন ৮ জন ক্রিকেটার কিনেছে হায়দরাবাদ। এখন তাদের দলে মোট ক্রিকেটারের সংখ্যা ১৩ জন। অর্থাৎ,  আরও ১২ জনকে কিনতে হবে। তার জন্য তাদের কাছে রয়েছে  ৫ কোটি ১৫ লক্ষ টাকা।

পঞ্জাব কিংস— রবিবারের নিলামে সবচেয়ে বেশি ১০ জনকে কিনেছে প্রীতি জ়িন্টার দল। এখন তাদের মোট ক্রিকেটারের সংখ্যা ১২ জন। অর্থাৎ, নিলামে আরও ১৩ জনকে নিতে হবে তাদের। তার জন্য তাদের কাছে রয়েছে ২২ কোটি ৫০ লক্ষ টাকা। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Bidisha Karmakar

Related News