ভারতীয় মহিলা ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন স্মৃতি মন্ধানা। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে টেস্ট, ওয়ানডে এবং টি-২০ আন্তর্জাতিক—তিন ফরম্যাটেই সেঞ্চুরি করার বিরল কৃতিত্ব অর্জন করলেন তিনি। শনিবার ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৬২ বলে ঝকঝকে ১১২ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক।
প্রসঙ্গত, শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন মন্ধানা। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার এবং তিনটি ছয়। এটাই তাঁর প্রথম আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি। তাঁর ব্যাটিং নৈপুণ্যের জোরেই ভারত নির্ধারিত ২০ ওভারে বিশাল ২১০/৫ রান তোলে। ম্যাচের শুরুতে ওপেনিং জুটিতে শেফালি ভার্মার (২০ রান) সঙ্গে মন্ধানা যোগ করেন ৭৭ রান। এরপর হারলিন দেওলও (২৩ বলে ৪৩ রান) দ্রুতগতিতে রান যোগ করেন। ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ২১১ রানের। কিন্তু বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিক দল। মাত্র ৯ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ধুকতে থাকে ইংল্যান্ড। নতুন মুখ শ্রীচরণি অভিষেক ম্যাচেই বাজিমাত করেন। তিনি মাত্র ১২ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দেন। দীপ্তি শর্মা এবং রাধা যাদবও দু’টি করে উইকেট শিকার করেন।
পুরীর রথযাত্রায় ফের চূড়ান্ত অব্যবস্থা, পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু, আহত অর্ধশতাধিক
উলেখ্য, ইংল্যান্ডের হয়ে একমাত্র লড়াই চালানোর চেষ্টা করেন ন্যাট শিভার-ব্রান্ট। কিন্তু একা কিছু করতে পারেননি তিনি। ১৪.৫ ওভারে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ৯৭ রানের বিশাল জয় তুলে নেয় ভারতীয় মহিলা দল। টি-২০ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে এটাই তাদের সবচেয়ে বড় পরাজয়। স্মৃতি মন্ধানার এই ইনিংস কেবল ব্যক্তিগত কীর্তিই নয়, গোটা দলের মনোবল বাড়িয়ে দিয়েছে। তিন ফরম্যাটে সেঞ্চুরি করে ভারতীয় ক্রিকেটে স্মৃতি নিজের নাম চিরকালীনভাবে লিখে ফেললেন।