Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ডিজিটাল অ্যারেস্ট বা সাইবার ক্রাইম থেকে সতর্ক থাকুন

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যজুড়ে হওয়া ট্যাব কেলেঙ্কারি ঘুম উড়িয়েছে প্রশাসনের। এইসব ক্ষেত্রে একটি মাত্র ফোন ধরলে বা কিছু লিঙ্কে ক্লিক করলেই টাকা গায়েব হতে পারে। তাই এখনই এই ধরনের প্রতারণার ঘটনা বন্ধ করতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। লঞ্চ করা হল এমন বই যা সচেতনতা বাড়াবে।  ডিজিটাল প্রতারণা বন্ধ করতে উদ্যোগ নিয়েছে রাজ্য তথ্যপ্রযুক্তি দফতর। সাইবার ফাঁদ থেকে মানুষকে সচেতন করতে বুক লঞ্চ করলেন দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি জানিয়েছেন, এই বইয়ে কার্টুনের মাধ্যমে বাচ্চা থেকে বয়স্ক সকলকে সচেতন করা হবে। আপাতত বই লঞ্চ করা হলেও এরপর ডিজিটাল অ্যাপও চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। 

গত মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল জানিয়েছেন, সম্প্রতি  কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের প্রায় ৩ হাজারের বেশি কর্মীকে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে সাইবার সুরক্ষা নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। এই ধরনের বই এবং অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়েই প্রতারণার ঘটনাগুলি কমাতে হবে। তিনি এও জানান, বেশকিছু ব্রাউজারের ওপর নজরদারি চালানো হচ্ছে। 

ট্যাবের টাকা দুর্নীতি মালদহ ও কোচবিহার জেলায়

শুধু মাত্র তাই নয়,  ডিজিট্যাল অ্যারেস্টের ঘটনা রুখতে ভারত সরকার যে বদ্ধপরিকর, গত মঙ্গলবার লোকসভায় সেই বার্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রক।  তাদের পক্ষ থেকে সংসদের নিম্ন কক্ষে জানানো হয়, 'ইন্ডিয়ান সাইবারক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার' (আইফোরসি) ১,৭০০টিরও বেশি স্কাইপ আইডি এবং ৫৯,০০০টিরও বেশি হোয়াট্সঅ্যাপ অ্যাকাউন্ট 'ব্লক' করেছে। এই অ্যাকাউন্টগুলি ডিজিট্যাল অ্যারেস্টের জন্য ব্যবহার করা হয়েছিল।

প্রসঙ্গত, গত মঙ্গলবার, সঞ্জয় লোকসভায় বলেন, ‘‘আইফোরসি-র অধীনে গত ২০২১ সালে ‘সিটিজ়েন ফিন্যান্সিয়াল ফ্রড রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ নামশুধুটি নয়া প্রকল্প চালু হয়। এর পর থেকে যে কোনও ধরনের আর্থিক জালিয়াতির ঘটনায় তৎক্ষণাৎ অভিযোগ দায়ের করাও অনেক সহজ হয়ে গিয়েছে। এ পর্যন্ত প্রায় ৯ লক্ষ ৯৪ হাজার অভিযোগের ভিত্তিতে মোট ৩,৪৩১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।’’ এছাড়াও তিনি জানান, সাধারণত যে অ্যাকাউন্টগুলি থেকে এই ধরনের সাইবার প্রতারণার কাজ পরিচালনা করা হচ্ছে, তার বেশ কয়েকটি চিহ্নিত করে ‘ব্লক’ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। চলতি বছরে ১৫ নভেম্বর পর্যন্ত ৬ লক্ষ ৬৯ হাজার সিমকার্ডও বন্ধ করে দেওয়া হয়েছে। 


উল্লেখ্য, গত সপ্তাহে ওডিশার ভুবনেশ্বরে আয়োজিত পুলিশ আধিকারিকদের উচ্চ পর্যায়ের বৈঠকেও ডিজিট্যাল অ্যারেস্ট নিয়ে আলোচনা হয়। সেখানে উপস্থিত পুলিশ আধিকারিকদের এ নিয়ে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।সরকার ও টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি এক্ষেত্রে মিলিতভাবে এমন এক ব্যবস্থাপনা গড়ে তুলেছে, যাতে এই নম্বরগুলিকে চিহ্নিত করা যায়। এবং তারপর এই নম্বরগুলিকে ব্লক করে দেওয়া হচ্ছে।

গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ডিজিট্যাল অ্যারেস্ট নিয়ে সরকারের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেইসঙ্গে, প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, এনসিবি, সিবিআই, আরবিআই-সহ সংশ্লিষ্ট সমস্ত বিভাগ ও সংস্থাগুলিকেও এই বিষয়ে সতর্ক করা হয়েছে। আরও জানানো হয়েছে, ডিজিট্যাল অ্যারেস্টের ক্ষেত্রে এমন কিছু নম্বর ব্যবহার করা হচ্ছে, যেগুলি আদতে বিদেশি নম্বর, কিন্তু সেগুলির মাধ্যমে যখন ভারতের কোনও গ্রাহকের মোবাইলে কল করা হচ্ছে, তখন সেই নম্বর দেখে যে কারও মনে হবে, সেগুলি ভারতীয় নম্বর। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ প্রযুক্তি
Related News