#Pravati Sangbad Digital Desk:
গরমে ধুঁকছে বাংলা। তাপমাত্রার পারদ দিনের পর দিন আরো উচুঁতে চড়ছে। এমন কি রাজস্থান এর জয়সালমির এর তাপমাত্রাকেও ছাপিয়ে গেছে বাংলা।গতকাল অর্থাৎ সোমবার রাজস্থান এর জয়সলমির এর তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস আর বাঁকুড়া এর তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মরুভূমির গরমকেও হার মানিয়েছে বাংলা। তীব্র গরমে নাজেহাল অবস্থা সবার। তাপপ্রবাহ বইছে রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে। এমতাবস্থায় বাড়ির বাইরে বেরোনোই দায় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে গত রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যম এর দ্বারা সাধারণ মানুষের কাছে সরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি গ্রীষ্মকালীন এক সপ্তাহ বন্ধ থাকার নির্দেশ দেন। ফলত ১৭ থেকে ২৩ এ এপ্রিল পর্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ছুটি ঘোষণা নিয়ে ও সাধারণ মানুষ ও অনেক অভিভাবকদের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন ছুটি না দিয়ে অন্য কোনো উপায়ে বা সকাল সকাল পঠন পাঠন এর ব্যবস্থা করলে ভালো হতো। আবার অনেকের অভিযোগ করনা কালেই প্রায় তিন বছর পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়েছে ,আবার এই ছুটি গুলি ছাত্র ছাত্রীদের পড়াশোনার আরো ক্ষতি করতে পারে। আবার বিভিন্ন স্কুলগুলিতে পরীক্ষা চলাকালীনই ছুটি পড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীরা। বাংলা মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে কয়েক মাস পড়াশোনা হলে ও ইংরেজি মাধ্যমগুলিতে নতুন সিজন কিছুদিন আগেই শুরু হয়েছে। সেই প্রতিষ্ঠানগুলি ও সমস্যায় পড়েছে ।
এমতাবস্থায় গতকাল রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্স অর্থাৎ সাংবাদিক সম্মেলন এর আয়োজন করেন। সেখানে তিনি 'সামার ভ্যাকেশন ২০২৩ ' নিয়ে কথা বলেন।তিনি সেখানে অভিনন্দন জানিয়েছেন সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি কে যারা অনলাইন মাধ্যমে পড়াশোনা চালিয়ে রেখেছে। কারণ অতিমারির সময় মানুষ অনলাইন মাধ্যমে পড়াশোনার সাথে পরিচিত হয়েছেন তাই এতে কোনো সমস্যা থাকার কথা নয়। এছাড়াও তিনি জানিয়েছেন আবহাওয়া দফতর এর খবর অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত সমস্ত জেলাতে তাপপ্রবাহ বইবে,তাই পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ছুটি দেওয়া হয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াও কিছুটা শীতল হতে পারে। এরপর আগামী সোমবারই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি খুলে যাবে। তবে আগেই এই বছরের গরমের ছুটি ২৪ এ মে এর বদলে ২ রা মে তে এগিয়ে এনেছিল রাজ্য সরকার। তাই গরমের ছুটি পূর্ব নির্দেশ মত ২ রা মে থেকেই পড়বে। অর্থাৎ মাঝের এক সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলবে। তাই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ওই এক সপ্তাহের মধ্যেই যাবতীয় পরীক্ষাগুলি শেষ করার। তাই পরীক্ষাগুলির প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন স্কুল কর্তৃপক্ষগুলিকে এবং পড়ুয়াদের ও পরীক্ষার জন্য তৈরি হতে বলেছেন।এছাড়াও একাদশ শ্রেণীর নম্বর তোলার শেষ তারিখ বৃদ্ধি করে করা হয়েছে আগামী ১৫ মে সোমবার পর্যন্ত।