Flash news
    No Flash News Today..!!
Wednesday, December 4, 2024

পঞ্চায়েত নির্বাচন চলাকালীন রাজ্যের বিরোধী দলনেতার গতিবিধিতে নিয়ন্ত্রণ

banner

#Pravati Sangbad Digital Desk:

আগামীকাল শনিবার, ৮ জুলাই গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বৃহস্পতিবার কাঁথি থানার তরফে শুভেন্দুকে একটি নোটিস দেওয়া হয় যে, শনিবার, পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন অর্থাৎ সকাল ৭টা থেকে সন্ধে ৫টা পর্যন্ত শুভেন্দু তাঁর ভোট কেন্দ্র অর্থাৎ নন্দীগ্রামের যে বুথে তাঁর নাম রয়েছে, তার বাইরে কোথাও যেতে পারবেন না। এমনকি, শুভেন্দুর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী এবং কেন্দ্রীয় বাহিনীও ওই বুথে থাকতে পারবে না বলে জানানো হয়েছিল ওই নোটিসে।

বিচারপতি সিনহা শুনানির শেষে জানান, কমিশনের নির্দেশ মেনে কাল এলাকা ছেড়ে বেরোতে পারবেন না শুভেন্দু অধিকারী। তিনি যেখানকার ভোটার, সেখানেই ভোটের দিন তাঁকে থাকতে হবে। শুভেন্দুর আইনজীবী বলেন, বিরোধী দলনেতার অনেক কাজ থাকে। কোনও কর্মী মার খেলে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হবে। যদিও এই যুক্তিকে মান্যতা দেয়নি আদালত। 

পঞ্চায়েত ভোট চলাকালীন বুথে বুথে ঘুরে পরিদর্শন করতে পারবেন না শুভেন্দু অধিকারী। রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, এই নির্দেশিকা সব রাজনৈতিক নেতাদের জন্য প্রযোজ্য। প্রার্থীর ঘোরাফেরায় কোনও বাধা নেই। কিন্তু অন্য কোনও রাজনৈতিক নেতা যাতে ভোটের দিন এলাকার বাইরে না যেতে পারেন অবাধ নির্বাচন করানোর জন্যই তাঁদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনেরও এমন নিয়ম আছে।

শুভেন্দু অধিকারী আজ সকালেই বলেছিলেন, আমি নন্দীগ্রামের ভোটার। আমাকে যদি কোনও চিঠি দিয়ে বার্তা দিতে হয় তাহলে নন্দীগ্রামের ওসি দেবেন। কিন্তু এখানে নোটিশ পাঠিয়েছেন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস। জেলা পুলিশ সুপার কে অমরনাথের নির্দেশে তিনি এই চিঠি দিয়েছেন, এটি অবৈধ। চিঠির ভাষারও সমালোচনা করেন শুভেন্দু।


শুভেন্দু কাঁথির বাসিন্দা হলেও তিনি নন্দীগ্রামের ভোটার। কলকাতা হাই কোর্টের নির্দেশের ফলে তিনি নন্দীগ্রামে শুধু তাঁর ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। এবং শুধু সেখানেই থাকতে পারবেন। তার বাইরে অন্য কোনও বুথে তিনি যেতে পারবেন না।

বিচারপতি এদিন জানতে চান, কেন কাঁথি থানা এই নোটিশটি দিল? জবাবে রাজ্য সরকারের আইনজীবী আদালতকে জানান, শুভেন্দু অধিকারী যেহেতু কাঁথিতেই বেশিরভাগ সময় থাকেন সে কারণে কাঁথি থানার আইসিসি নোটিশটি দিয়েছেন। যদিও শেষ অবধি কমিশনের নির্দেশ শুভেন্দুকে মেনে চলার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারী বলেছিলেন, ভোট দিয়ে তিনি বিভিন্ন এলাকায় ঘুরবেন। যদিও আদালতের নির্দেশের পর এবার নিজের দফতরে বসেই নির্বাচনের দিকে নজর রাখতে হবে শুভেন্দুকে। পঞ্চায়েত ভোট চলাকালীন বুথে বুথে ঘুরে পরিদর্শন করতে পারবেন না শুভেন্দু অধিকারী। যদিও ইতিমধ্যেই প্রার্থী ও এজেন্টদের তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়ে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। মানুষ এবার প্রতিরোধ করবেন বলেও জানান শুভেন্দু।

বহিরাগত কেউ ঢুকলে বাড়ি ফিরতে পারবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।

 কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেও তিনি খুশি। এ ছাড়া নদীপথে কেউ যাতে নন্দীগ্রামে ঢুকতে না পারে সেজন্য তৃণমূলে ভোট দেওয়া মানুষজনও এবার নদীপথ সিল করে রেখেছেন বলে দাবি শুভেন্দুর। শুভেন্দুর কথায়, মানুষ জানতে চাইছিলেন স্ট্রংরুমে নিরাপত্তা থাকবে কিনা। স্ট্রংরুমে এক কোম্পানি করে ৮০ জন জওয়ান থাকবেন যা যথেষ্ট। পূর্ব মেদিনীপুর জেলাকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথগুলিতে পর্যাপ্ত বাহিনী থাকবে বলেও জানান শুভেন্দু।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : প্রিয়শ্রী

Related News