বিজেপির সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়

banner

#Delhi:

বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার পর বাবুল জানিয়েছেন তিনি বিজেপি ছাড়ার জন্য কষ্ট পেয়েছেন। তবে তা এখন অতীত তা পরক্ষণেই বুঝিয়ে দিয়েছেন। সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই আক্রমণ করেছেন অধিকারী পরিবারকে।

আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়। গত মাসখানেক আগেই বিজেপি ছাড়েন তিনি। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান। কিন্তু শাসক তৃণমূলে যোগ দিলেও তাঁর সাংসদ পদ ছাড়া নিয়ে তৈরি হয় জটিলতা। লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁকে সময় দিচ্ছে না বলেও প্রশ্ন উঠতে থাকে।

তৃণমূলে যোগ দেওয়ার পরেই বাবুল জানিয়েছিলেন যেহেতু তিনি বিজেপি ছেড়ে দিয়েছেন তাই বিজেপির কোনও পদই তিনি ধরে রাখবেন না। সেই কথা মতই আজ বিজেপি সঙ্গে যাবতীয় সংযোগ ছিন্ন করেছেন। পদত্যাগ করেই অধিকারী পরিবার যারা একসময় তৃণমূলে ছিলেন তাঁদেরও সেই একই কাজ করার কথা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Abhinaba Poddar

Related News