Flash news
    No Flash News Today..!!
Saturday, June 1, 2024

মহাবীর জয়ন্তী: সোমবার ছুটি, ঘোষণা করেছেন মমতা

banner

#Pravati Sangbad Digital Desk:

এপ্রিলের গোড়াতেই ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়ার সুযোগ। আর সুযোগ পাচ্ছেন রাজ্যে সরকারি কর্মচারীরা। কারণ নবান্ন সূত্রে খবর একদিন এগিয়ে আসছে মহাবীর জয়ন্তীর ছুটি। প্রথমে ঠিক ছিল ৪ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার মহাবীর জয়ন্তীর ছুটি দেওয়া হবে। কিন্তু পরবর্তী সিদ্ধান্তে ঠিক হয়েছে, রাজ্যে মহাবীর জয়ন্তীর ছুটি ৩ এপ্রিল অর্থাৎ সোমবার। ফলে শনি, রবিবারের পর সোমবার ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। 

৪ এপ্রিল, মঙ্গলবার মহাবীর জয়ন্তী। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ওই দিনই ছুটি দেওয়া হয়েছিল আগে। কিন্তু আচমকা সেই ছুটির দিন বদল করা হল। রাজ্য সরকারি কর্মচারীরা মহাবীর জয়ন্তীর ছুটি পাবেন ৩ এপ্রিল, সোমবার। কিন্তু কেন এই পরিবর্তন? ওয়াকিবহাল মহল মনে করছে, ৩ এপ্রিল ছুটি দেওয়ার অর্থ টানা তিনদিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। শনি ও রবিবার এমনিতেই ছুটি, এবার তাতে যোগ হল সোমবারও। ফলে নিসন্দেহে বেড়াতে যাওয়ার পরিকল্পনা সেরে ফেলতে পারবেন তাঁরা। 

প্রসঙ্গত, এপ্রিল মাসে একাধিক ছুটি রয়েছে। ইতিপূর্বে রঘুনাথ মুর্মু, বিরসা মুন্ডার জন্মদিনেও ছুটি দিয়েছে রাজ্য। এবার সেই তালিকায় জুড়ে গেল আরও একদিন। সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত ছুটির ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। কখনও দুর্গাপুজোয় লম্বা ছুটির ঘোষণা হয়েছে তো কখনও আবার মণীষীদের জন্মদিবসে। যা দেখে সরকারি কর্মচারীদের একাংশ বলছে, কর্মচারীদের দাবি মতো ডিএ মেটাতে পারেনি রাজ্য। তাই ছুটি দিয়ে তাঁদের মন পাওয়ার চেষ্টা চলছে। 

তবে এই ছুটি নিয়ে সরকারি কর্মচারীদের একাংশের দাবি, ডিএ আন্দোলনের ঝাঁজ কমাতেই ছুটির দিন পরিবর্তন। ওয়াকিবহাল মহলের দাবি, ৩ এপ্রিল ছুটি দেওয়ার অর্থ টানা তিনদিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। শনি ও রবিবার এমনিতেই ছুটি, এবার তাতে যোগ হল সোমবারও। ফলে নিসন্দেহে বেড়াতে যাওয়ার পরিকল্পনা সেরে ফেলতে পারবেন তাঁরা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News