এবার মেট্রো চলবে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে

banner

#Pravati Sangbad Digital Desk:

নতুন বছরেই আরো এক সুখবর শোনালো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।এবার দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ই চালু হতে চলেছে মেট্রো ব্যাবস্থা ।এতদিন দমদম ক্যান্টনমেন্ট এ শুধুমাত্র রেল পরিষেবার ব্যাবস্থা ছিল ,যা দমদম কিংবা শিয়ালদহ এর সঙ্গে যুক্ত করত বারাসাত ,হাসনাবাদ ,হাবড়া কিংবা বনগা কে।তবে এবার থেকে দমদম ক্যান্টনমেন্ট এ মেট্রো পরিষেবা চালু হওয়ায় যাতায়াত আরো সহজ হলো নিত্যযাত্রী দের ।

পূর্ব রেল এর সঙ্গে মিশে গেলো মেট্রো পরিষেবা ।দমদম ক্যান্টনমেন্ট এর মেট্রো স্টেশন টি একেবারেই রেল স্টেশন এর লাগোয়া ।যোগাযোগের ক্ষেত্রে এই মেট্রো স্টেশন টি গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।তাই ভবিষ্যতে এই স্টেশন এর গুরুত্ব আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ।


এতদিন কলকাতার একপ্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য মানুষজন কে দমদম কিংবা শিয়ালদহ মেট্রো এর ওপর নির্ভরশীল হয়ে থাকতে হতো ।তবে এখন এই দুটি স্টেশন এর ওপর চাপ কিছুটা হলেও শিথিল হতে চলেছে ।গতকাল ,রবিবার ই একটি বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে , নোয়াপাড়া - বারাসাত মেট্রো রুটটি কলকাতা বিমানবন্দর হয়ে গিয়ে মিশবে এই দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ।ফলে স্থানীয় বাসিন্দারা ছাড়াও টাকি ,বনগা,হাসনাবাদ কিংবা বসিরহাট এর রুটের যাত্রীদের ও অনেক বেশি সুবিধা হবে ।তাদের আর দমদম কিংবা শিয়ালদহ  যেতে হবেনা ।খুব সহজেই দমদম ক্যান্টনমেন্ট থেকে মেট্রো ধরে কলকাতার একপ্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াত করতে পারবেন।ফলত ,মনে করা হচ্ছে ,দমদম স্টেশন এর গুরুত্ব ও ব্যস্ততা কিছুটা কমতে পারে ।

দীর্ঘদিন নির্মাণের কাজ চলার পর দমদম ক্যান্টনমেন্ট এর মেট্রো স্টেশন তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে ।নবনির্মিত এই মেট্রো স্টেশন এ থাকছে ৩ টি লিফট ,৭ টি সিঁড়ি  ও ৬ টি চলমান সিঁড়ি।আপাতত এই নিয়েই পথচলা শুরু করতে পারে এই মেট্রো স্টেশন।তবে ,কবে থেকে মেট্রো চলাচল শুরু হবে টা এখনো চূড়ান্ত করা হয়নি ।মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে,কিছু ছোটখাটো কাজ বাকি রয়েছে , যেগুলি সম্পূর্ণ হলেই শুরু হবে মেট্রো চলাচল ।মনে করা হচ্ছে ,আগামী ২০৩৫ সালের মধ্যেই এই মেট্রো স্টেশন প্রতিদিন গড়ে ৬৬,০০০ মানুষ ব্যাবহার করবেন।নির্মাণের কাজ শেষ হলেই চালু হবে দমদম ক্যান্টনমেন্ট এর মেট্রো স্টেশন।।



#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srimita Sasmal

Related News