চুক্তির চক্করে উধাও পে-চ্যানেল,বঞ্চিত কেবল টিভির দর্শকরা

banner

#Pravati Sangbad Digital Desk:

শনিবার বেলার দিকে জনপ্রিয় টিভি চ্যানেল দেখতে গিয়ে বিস্মিত কেব্‌ল টিভির লক্ষ লক্ষ দর্শক। একই অবস্থা খেলার অনুরাগীদেরও। কেব্‌ল টিভিতে মহিলাদের ক্রিকেট থেকে পুরুষদের ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়, বিদেশি ফুটবল লিগের দর্শক কম নয়। অথচ এ দিন দুপুরে বিনামূল্যের চ্যানেলগুলির সম্প্রচার ঠিক মতো চললেও, উধাও পে-চ্যানেলগুলি (যেগুলি টাকা দিয়ে দেখতে হয়)। কলকাতা-সহ রাজ্যের বেশির ভাগ জায়গা তো বটেই, দেশের অন্য অনেক জায়গাতেও দেখা গিয়েছে একই ছবি। গ্রাহকদের অনেকে স্থানীয় কেব্‌ল টিভি অপারেটরদের দোকানে খোঁজ করতে গিয়ে জেনেছেন, চ্যানেল সংস্থাগুলির সঙ্গে মাল্টি সার্ভিস অপারেটরদের (এমএসও) চুক্তি নিয়ে বিরোধের জেরে বন্ধ হয়ে গিয়েছে পে-চ্যানেলগুলির সম্প্রচার।

কিন্তু কেন এই সমস্যা? আসলে চ্যানেলগুলির সঙ্গে এমএসও চুক্তি সংক্রান্ত ঝামেলার কারণেই এই পরিস্থিতি। আর তাই বন্ধ হয়ে গিয়েছে পে চ্যানেলের সম্প্রচার। জানা যাচ্ছে, ডিজনি স্টার, সোনি এবং জি-র মতো বড় সম্প্রচারকারীরা কেবল টিভি (Cable TV) সরবরাহকারী প্ল্যাটফর্মগুলি থেকে চ্যানেলগুলির জন্য দাম বাড়ানোর শর্ত রেখেছিল। অল ইন্ডিয়া ডিজিটাল কেবল ফেডারেশন তথা এআইডিসিএফের নেতৃত্বে কেবল টিভি অপারেটররা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করলেও ব্রডকাস্টাররা তাদের কথা শোনেনি। যার জেরে কেবল এই রাজ্যেই নয়, সারা দেশের নানা প্রান্তেই একই সমস্যা দেখা দিয়েছে। সারা দেশের প্রায় সাড়ে চার কোটি পরিবার এর ফলে টিভিতে প্রিয় চ্যানেল দেখা থেকে বঞ্চিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের খবর, এ মাস থেকেই নিয়ন্ত্রক ট্রাই নতুন মাসুল নীতি কার্যকর করার পরে অধিকাংশ চ্যানেল সংস্থা তাদের জনপ্রিয় পে-চ্যানেলের মাসুল বাড়িয়ে নতুন করে চুক্তি করতে বলেছিল এমএসও-দের। কিছু এমএসও সেই পথে হাঁটলেও, অনেকে ‘গ্রাহক স্বার্থে’ এ দিন পর্যন্ত চুক্তি করেননি। বিষয়টি ফের আদালতে গড়িয়েছে। সোমবারের আগে শুনানির সম্ভাবনা না-থাকায়, এখনই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাও ক্ষীণ। এ দিন রাত পর্যন্ত ট্রাইয়ের তরফে প্রতিক্রিয়া মেলেনি। তবে স্যাটেলাইট ভিত্তিক ‘ডিটিএইচ’ পরিষেবা চালু রয়েছে।
এই পরিস্থিতিতে এআইডিসিএফ ব্রডকাস্টার ও ট্রাইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে। তাদের দাবি, ট্রাইয়ের (TRAI) উদাসীন মনোভাব ও ব্রডকাস্টারদের একনায়কত্বের কারণেই দর্শকদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। প্রিয় দলের খেলা থেকে পছন্দের সিরিয়াল- দেখা যাচ্ছে না কিছুই। এই পরিস্থিতিতে জট কাটার আশায় তাঁরা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News