দোলে শিয়ালদহ-হাওড়া শাখায় ২৩৩টি লোকাল ট্রেন বাতিল

banner

#Pravati Sangbad Digital Desk:

ট্রেন বিভ্রাটে নাকাল হওয়া এখন নিত্যযাত্রীদের প্রায় রোজনামচা হয়ে গিয়েছে। সপ্তাহান্তে তো বটেই, কখনও কখনও কাজের দিনেও রেলের কাজের জন্য বাতিল থাকছে বেশ কিছু ট্রেন। এবার বাদ গেল না রঙের উৎসবও। দোলের দিন হাওড়া এবং শিয়ালদা শাখায় বাতিল থাকছে প্রচুর লোকাল ট্রেন। হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চলবে রবিবারের টাইম-টেবিল অনুযায়ী। আর শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকছে মোট ২৩৩টি লোকাল ট্রেন। ফলে ফের একবার বড়সড় সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে যাত্রীদের। জানা গিয়েছে, রবিবারের টাইম টেবিল অনুযায়ী লোকাল ট্রেন চলবে হাওড়া ডিভিশনে। কিন্তু মোট ২৩৩ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদা ডিভিশনে। এর ফলে আগামীকাল যে যাত্রীরা ফের একবার দুর্ভোগের মুখোমুখি হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। তবে, সকালের দিকের বেশিরভাগ ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও, ডানকুনি শাখায় বন্ধ থাকছে ১৬ টি ট্রেন। ৬২টি লোকাল ট্রেনের চাকা গড়াবে না শিয়ালদা দক্ষিণ শাখায়। ১৭ টি লোকাল ট্রেন বাতিল হাসনাবাদ লাইনে। সব মিলিয়ে শিয়ালদা ডিভিশনে বহু ট্রেন বাতিল মঙ্গলবার। আপ-ডাউন মিলিয়ে শিয়ালদা মেন শাখায় বাতিল থাকবে ১০৫ টি ট্রেন। অন্যদিকে, রবিবার বেশ কিছু লোকাল ট্রেন বাতিল হয়েছে কৃষ্ণনগর-লালগোলা লাইনে। ০৩১৯৩ আপ কলকাতা-লালগোলা, ৩১৭৭১ আপ রানাঘাট-লালগোলা, ৩১৮৬১ আপ কৃষ্ণনগর সিটি জংশন-লালগোলা, ৩১৮১৯ আপ শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন বাতিল করা হয়েছে। ৩৩ টি লোকাল ট্রেন বাতিল হয়েছে শিয়ালদা- বনগাঁ শাখায়। এছাড়াও, ০৩১৯৪ লালগোলা-কলকাতা, ৩১৭৭২ লালগোলা-রানাঘাট, ৩১৮৬৪ লালগোলা-কৃষ্ণনগর সিটি জংশন, ০৩১৯২ লালগোলা-শিয়ালদহ ও ৩১৮৪০ কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদহ লোকাল বাতিল হয়েছে ডাউন লাইনে। এছাড়াও সোমবার বাতিল করা হয়েছে আপ ০৩১৭১ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার।সব মিলিয়ে মঙ্গলবার প্রচুর লোকাল ট্রেন বাতিল হচ্ছে। যে ট্রেনগুলি বাতিল করা হচ্ছে, তার বেশিরভাগই সকালের দিকের ট্রেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News