Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

লাগবে না SIM, একদম বিনামূল্যে দেখতে পারবেন টিভি!যুগান্তকারী আবিষ্কার জিওর

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

জিও (Jio) ভারতীয় বাজারের আমূল পরিবর্তন করছে। ইন্টারনেট পরিষেবাকে সহজলভ্য করায় মানুষের মধ্যে ডিজিট্যাল সক্রিয়তা বেড়েছে, যা ভারতীয় অর্থব্যবস্থায় এক বিপ্লব এনেছে। ডিজিট্যাল অর্থনীতির পত্তন ঘটে জিও বাজারে আসার পর। আর এবার জিওর র তরফে ঘোষণা করা হয়েছে একটি নতুন ডিভাইসের। সেটির নাম ‘Jio Media Cable’।এটি খুবই ছোট একটি ডিভাইস।

TV তে ফিট করে দিলেই সমস্ত কিছু অ্যাকসেস করতে পারবেন আপনি। সিমেরও প্রয়োজন পড়বে না এক্ষেত্রে। এই ছোট্ট মত ডিভাইসটি কিনে নিলেই সমস্ত চ্যানেল দেখতে পাবেন বিনামুল্যে।

এই ধরনের ডিভাইস আসলে সাধারণ মিডিয়াস স্ট্রিমিং ডিভাইস। অন্যান্য বিভিন্ন সংস্থার এই ধরনের ডিভাইস থাকলেও জিওর এই মিডিয়া কেবল ডিভাইস কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ এই ছোট্ট ডিভাইস টিভিতে লাগিয়ে দিলেই সেই টিভি হয়ে উঠবে স্মার্ট এবং তাতে অনায়াসে দেখা যাবে খেলা থেকে শুরু করে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান।

আসলে এটি একটি সাধারণ মিডিয়া স্ট্রিমিং ডিভাইসের মতোই। বাজারে এরকম অনেক ডিভাইস রয়েছে, যেমন অ্যামাজন ফায়ার স্টিক বা গুগল ক্রোম কাস্ট। তবে জিও কিন্তু সবার চেয়ে একদমই আলাদা। এই ছোট্ট মতো ডিভাইস লাগিয়ে নিলেই TV হয়ে ওঠে স্মার্ট। সেখানে প্রিয় সিরিয়াল থেকে IPL, সমস্ত কিছুই বিনামুল্যে দেখতে পাবেন আপনি।

এই ছোট্ট ডিভাইসটি লাগিয়ে নিজের পুরোনো TV কে বদলে ফেলতে পারেন একদম স্মার্ট টিভিতে। গত ২০১৯ সাল থেকেই জিও এই ডিভাইস নিয়ে কাজ করছিল। সোশ্যাল মিডিয়াতে এর আগেও এই ডিভাইস নিয়ে নানান বিজ্ঞাপন দেওয়া হয় সংস্থার তরফে। কিন্তু এই প্রথম সংস্থাটি নিজেরা জানিয়েছে ডিভাইসটির সম্পর্কে।

জিও ২০১৯ সাল থেকে এই ডিভাইস নিয়ে কাজ করছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মাধ্যমে তাদের তৈরি এই ডিভাইস নিয়ে বিভিন্ন সময় বিজ্ঞাপন থেকে শুরু করে আলোচনা লক্ষ্য করা গিয়েছে। তবে সংস্থার তরফ থেকে এই প্রথম এই ডিভাইস সম্পর্কে জানানো হলো। যদিও এই ডিভাইসের দাম কত হবে তা সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি সংস্থার তরফ থেকে। তবে অনুমান করা হচ্ছে ডিভাইসটির দাম ২০০০ টাকার মধ্যেই রাখা হবে।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন রাজ্য
Related News