Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

বাংলার মেলা

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

শীত যেন নিজেই একটা উৎসবের সুর বয়ে নিয়ে আসে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, কোনো প্রান্তে হস্ত শিল্পের মেলা তো কোথাও তখন খাওয়া দাওয়া নিয়ে হাজারো একটা স্টল, রেষারেষি করে মেলা, কার্নিভাল, ফিল্ম ফেস্টিভ্যাল সব যেন  শীতের রঙিন ফল মূল শাক সবজির মতো রঙিন হয়ে ওঠে। ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাঘ জুড়ে আমাদের শীতকাল, তবে 12 মাসে 13 পার্বণ এর বিশেষত্ব বজায় রাখতে পৌষ মাস পড়ার আগে থেকেই উৎসবের আমেজ বিরাজ করে চারিদিকে। কলকাতার বিভিন্ন প্রান্তে যেমন ইকো পার্কে হস্ত শিল্পের মেলা নজর কারার মতো, জেলার সব জায়গা থেকে শিল্প উঠে এসেছে কোথাও শান্তিপুরের তাঁত তো পাশেই বিষ্ণুপুরের মাটির কাজের দোকান, নতুন গুড়ের মিষ্টি নলেন গুড়ে তার বাণিজ্যক দিক আরো বাড়িয়ে তুলেছে। তারপর ইন্ডিয়ান মিউজিয়ামের আর্ট ফেস্টিভ্যাল, শিল্পীর রংতুলির জাদু সামনে থেকে না দেখলে তার গভীরতা উবলদ্ধি করা যাবেনা। তারপর পাশাপশি নন্দনে ফিল্ম ফেস্টিভ্যাল, বাঙালি কে যেন মাতিয়ে রাখে। এই তো কলকাতার কিছুটা অংশ তারপর তো পার্ক স্ট্রিট এর চোখ ধাঁধানো আলো ,নিউটাউন বইমেলা, কলকাতা বইমেলা উৎসবের আমেজকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। এ ছাড়া বিভিন্ন জেলায় জেলায় যেমন শান্তিনিকেতনের পৌষ মেলা হাজার মানুষের ভিড় জমায়, সারা বছর যত না রবীন্দ্র আলোচনা তার অনেকটাই ঐ কদিন হয়। বিভিন্ন হাতের কাজ, পাটের কাজ, বাহারি শাড়ি, গয়না শিল্পী কলার ছাপ রেখে যায় সব জুড়ে। আঞ্চলিক জায়গা গুলিতে বিশেষ বিশেষ অঞ্চলের মানুষ দের পরব দেখা যায় এই  শীতকালে যেমন টুসু উপজাতিদের টুসু গান টুসু মেলা, মকর স্নান, মকর সংক্রান্তির বিশেষ আয়োজন। গ্রামাঞ্চলে নতুন অন্ন ওঠার উৎসব, নতুন চালের পায়েস, নতুন অন্ন নিয়ে উৎসবের আয়োজন হয় কোথাও কোথাও, পিঠে পুলির ধুম পড়ে যায় ঘরে ঘরে। স্থানীয় অঞ্চল গুলিতে ছোটো ছোটো মেলা, কুইজ, ক্রীড়া প্রতিোগিতায় শুরু হয়ে যায়। এই শীতকাল শুনতে আর উপভোগ করতে খুব অলসতা থাকলেও মেলা, উৎসব সব মিলিয়ে শীতকাল বেশ বাণিজ্যিক আর আনন্দদায়ক, শিল্পীদের শিল্প সত্তা, রাধুনী দের হাতের রান্না, চাষী দের গাছের বাহার , সব কিছুর সমহার ঘটে পশ্চিমবঙ্গে শীতকালে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News