জেনে নিন শেভিং করার পর ত্বকের জ্বালা ভাব কাটানোর কিছু প্রাকৃতিক উপায়

banner

#Pravati Sangbad Digital Desk:

এখনকার দিনে বহু পুরুষ মানুষই দাড়ি রাখেন। দাড়়ির মাধ্যমেই যেন সৌন্দর্য অন্যভাবে বেরিয়ে আসে। তবে অফিসে যাওয়া হোক বা অন্য কোনও কারণে, বহু পুরুষ মানুষকে সাধের দাড়ি কাটতে হয়। এক্ষেত্রে রোজকার দাড়ি কাটার (Shaving) ব্যবস্থা মানুষ বাড়িতেই রাখেন। রেজর, শেভিং ক্রিম দিয়ে চলে দাড়ি কাটা। তবে দাড়ি কাটার ক্ষেত্রে তেমন কোনও সমস্যা না হলেও দাড়ি কাটার পর অনেকের মুখে দেখা দেয় সমস্যা। সেক্ষেত্রে মুখ চুলকায়, ত্বক লাল হয়ে যায়।  ওই জায়গাটা খুব জ্বলে।বিশেজ্ঞদের  মতে , এমনটা  হওয়া খুবই স্বাভাবিক। এক্ষেত্রে নানা কারণে এই সমস্যা দেখা দিতে পারে। আপনার ত্বক হতে পারে অত্যন্ত সংবেনশীল। সেই কারণে এমনটা হতে পারে। আবার শেভিং ক্রিম থেকেও এই সমস্যা হওয়া সম্ভব। কারণ অনেক ক্রিমে এমন কিছু পদার্থ থাকে যা শরীর ঠিক মতো গ্রহণ করতে পারে না। তবে এসব ছাড়াও রেজার থেকেও দেখা দিতে পারে সমস্যা। এক্ষেত্রে রেজারের মধ্যে এমন কিছু পদার্থ থাকতেই পারে যা সমস্যা তৈরি করে। তাই শেভিং করা প্রতিটি মানুষকেই এই বিষয়গুলি নিয়ে সতর্ক হতে হবে।

তবে এই বিষয়গুলি নিয়ে ভাবার তো অনেক সময় রয়েছে। তবে তার আগে তো কমাতে  হবে  জ্বালা, চুলকানি।  প্রশ্ন কিভাবে কমাবেন ?আর কোনো চিন্তা নেই আজ সেই উত্তরই জেনে নিন। এক্ষেত্রে এই কয়েকটি ঘরোয়া উপায়  মেনে চললেই সমস্যার সমাধান সম্ভব।

অ্যালোভেরা

অ্যালোভেরার মধ্যে প্রদাহনাশকারী উপাদান রয়েছে। ফলে শেভিং করার পর মুখে, বগলে, হাতে অ্যালোভেরা জেল মাখতে পারলে জ্বালা, চুলকানির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অ্যালোভেরা পাতা থেকে জেল বার করে সরাসরি ত্বকে ঘষুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন।

নারকেল তেল

শেভিং-এর কারণে মুখ জ্বালা করার সমস্যা দেখা দিলে ব্যবহার করতে পারেন নারকেল তেল। এই তেলে থাকা বিশেষ কিছু উপাদান মুখ জ্বালা কমায়।

টি ট্রি অয়েল

টি ট্রি অয়েলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। এটি ত্বকের ফোলাভাব এবং সংক্রমণ কমাতে পারে। রেজার ব্যবহারের পর ত্বকের জ্বালাপোড়া কমাতে, তুলোয় কয়েক ফোঁটা তেল ঢেলে শেভ করা ত্বকে আলতোভাবে ড্যাব করুন কিছুক্ষণ। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। টি ট্রি অয়েলে সামান্য জল মিশিয়ে তারপরেই ব্যবহার করবেন।

টি ব্যাগ

চায়ে ট্যানিন থাকে, যা চায়ের সুন্দর রঙ হওয়ার মূল কারণ। আর, এই চায়ের উপাদানই ত্বকের জ্বালাপোড়া কমাতে দারুণ কাজ করে। শেভ করা ত্বকে ভেজানো টি ব্যাগ আলতো করে ঘষুন কিছুক্ষণ। তারপর পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

মধু

আধা চা চামচ মধুর সঙ্গে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দই ব্যবহার করতে না চাইলে, শুধু মধুও ব্যবহার করতে পারেন।

কলা

কলার মধ্যে থাকা খনিজ মুখের ত্বক মোলায়ম রাখতে সাহায্য করে। এক্ষেত্রে শেভিং করার পর মুখের ত্বক শুষ্ক হয়ে গেলে কলা দিয়ে মুখে ম্যাসাজ করুন। তার ১০ মিনিট বাদে মুখ ধুয়ে নিন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Related News