#PRAVATI SANGBAD DIGITAL DESK:
আরও নামল পারদ। আজ এই মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। জেলায় জেলায় তাপমাত্রা ১০-১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আগামী ৩ দিন আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দিন ও রাতের তাপমাত্রা আরও কমে গেল। একেবারে জমাট শীত কলকাতায়। কাল ১৪.৫ ডিগ্রি ছিল। আজ একেবারে ১৩.২ ডিগ্রি।
কোচবিহারে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
গতকালও নিম্নমুখী ছিল পারদ। সকালে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। গকরাল সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪. ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ . ১ ডিগ্রি সেলসিয়াস। কাল থেকে হাওয়া বদল হবে রাজ্যে। বঙ্গোপসাগরে তৈরি হবে বিপরীত ঘূর্ণাবর্ত। এর জেরে জলীয় বাষ্প ঢুকতে শুরু করলে, বাড়বে তাপমাত্রা। ফলে এবারের বড়দিন কার্যত উষ্ণতাতেই কাটবে।
শনিবার থেকে সোমবার, ৩ দিনের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। এবার কি তবে উষ্ণ আমেজে কাটবে বড়দিন? তেমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। সান্তার টুপি, বাহারি আলো, কেক আর শীতের আমেজ মেখে বড়দিন উদযাপন। এবার বাকি সব কিছু থাকলেও, শীতের আমেজ মেখে বোধহয় বড়দিন উদযাপন করা হবে না কলকাতাবাসীর। কারণ, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস শুক্রবারের পর থেকে বাড়বে তাপমাত্রা। শনিবার থেকে সোমবার ৩ দিনের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি। তবে, অন্য়ান্যবারের তুলনায় বড়দিন একটু উষ্ণ হলেও, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,আগামী ৪-৫ দিন রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২ দিন মালদা ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার দাপট থাকবে। শনিবার বঙ্গোপসাগরে তৈরি হবে বিপরীত ঘূর্ণাবর্ত। এর জেরে জলীয় বাষ্প ঢুকতে শুরু করলে, বাড়বে তাপমাত্রা। ফলে এবারের বড়দিন কার্যত উষ্ণতাতেই কাটবে।
আজ হাওড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১১ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৪ শতাংশ। হাওড়ার আকাশ আজ ঢাকবে মেঘে।ফলে বাড়তে পারে ঠান্ডা। শীতের আমেজ আরও বাড়বে। বাতাসে শীতের পরশ মিলবে।