শুক্রবার আইপিএল নিলামে ভাগ্য নির্ধারণ হতে চলেছে

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

শুক্রবার কোচিতে ভাগ্য নির্ধারণ হবে ৪০৫ জন ক্রিকেটারের। ৪০৫ জনের মধ্যে থেকে বিক্রি হতে পারেন সর্বাধিক ৮৭ জন। ২৭৩ জন ভারতীয় এবং ১৩২ জন বিদেশি নিলামে রয়েছেন। বাংলা থেকেও ১১ জন ক্রিকেটারের নাম রয়েছে নিলামে। কোচির নিলামে সব থেকে বেশি টাকা নিয়ে নিলামে নামছে সানরাইজার্স হায়দরাবাদ।‌ রয়েছে ৪২ কোটি ২৫ লক্ষ টাকা। ১৩ জন ক্রিকেটার কিনতে পারবে তারা। মুম্বইয়ের পকেটে রয়েছে ২০ কোটি ৫৫ লক্ষ টাকা। এই টাকায় ৯ জন ক্রিকেটার কিনতে পারবে তারা। কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় সমস্যা ওপেনিং জুটি। রহমানুল্লাহ গুরবাজ ছাড়া আর স্বীকৃত ওপেনার নেই নাইট রাইডার্স দলে। সুতরাং আইপিএলের মিনি নিলাম থেকে একজন ভালো মানের ওপেনার তুলতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে সেই ভারতীয় ওপেনারের পেছনে বেশি অর্থ ব্যয় না হয়। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এন জগদীশন, শ্রীকর ভরত, মায়াঙ্ক আগরওয়ালের মত ক্রিকেটাররা রয়েছেন। জগদীশন কিংবা ভরতকে নিলে নাইট রাইডার্সের এক ঢিলে দুই পাখি মারা সম্ভব হবে। ওপেনার এবং উইকেটকিপার দুয়েরই সমস্যার সমাধান হবে। ৭ কোটি টাকায় বড় তারকাকে যে টিমে নেওয়া যাবে না, সে কথা নাইট টিম ম্যানেজমেন্টও জানে। তাই সতর্কভাবেই তাদের নিলামে অংশগ্রহণ করতে হবে।

নিলামের আগে ট্রেডিং থেকে শার্দূল ঠাকুরকে দলে নিয়েছিল কেকেআর। তাছাড়াও প্রাক্তন নাইট লকি ফার্গুসনকেও গুজরাট থেকে ফিরিয়ে আনা হয়েছে। তবে এখনও কেকেআর স্কোয়াডে ১১ জন খেলোয়াড়কে নেওয়ার জায়গা রয়েছে। কিন্তু মাত্র ৭.০৫ কোটি টাকা নিয়ে নিলামে নামতে হবে টিম ম্যানেজমেন্টকে। কেকেআরের নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত কীভাবে স্বল্প পুঁজিতে কার্যকরী ক্রিকেটার দিয়ে টিম গড়তে পারেন, সেদিকে নজর থাকবে।

নিলামে নামার আগে সব থেকে কম টাকা রয়েছে কলকাতার কাছে। মাত্র ৭ কোটি ৫ লক্ষ টাকা নিয়ে নিলামে নামবে কলকাতা। কিন্তু এখনও ১১ জন ক্রিকেটার কিনতে পারবে তারা। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে রয়েছে ২০ কোটি ৪৫ লক্ষ টাকা। ৭ জন ক্রিকেটার কিনতে পারবে তারা। গত বারের চ্যাম্পিয়ন গুজরাতের কাছে রয়েছে ১৯ কোটি ২৫ লক্ষ টাকা। ৭ জন ক্রিকেটার কিনতে পারবে গুজরাত।‌ শোনা যাচ্ছে বাংলার উইকেট কিপার ব্যাটার অভিষেক পোড়েলকে দলে নেওয়ার জন্য নাইট রাইডার্স ঝাঁপাতে পারে। একজন ব্যাটার-উইকেটকিপার নাইট রাইডার্সকে ব্যাকআপ হিসেবে দলে রাখতেই হবে। সেক্ষেত্রে অভিষেক পোড়েলকে কম টাকায় তুলে নেওয়া সম্ভব হতে পারে। সঠিক ভারসাম্য নিয়ে আসাটাই আইপিএলের মিনি নিলামে নাইট রাইডার্স এর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে রয়েছে ৮ কোটি ৭৫ লক্ষ টাকা। এখনও অবধি তারা মোট ৭ জন ক্রিকেটার কিনতে পারবেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aparna Dutta

Related News