#PRAVATI SANGBAD DIGITAL DESK:
চারিদিকে উড়ছে নীল - সাদার পতাকা। একের পর এক শক্তিশালী দলের পরাজয় ঘটে এখনো টিকে রয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনালের ম্যাচে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের দিকে পা বাড়িয়েছে নীল - সাদার দল। চোখে হাজারো স্বপ্নের হাতছানি। মেসির জীবনের অন্তিম বিশ্বকাপ এটি। এরপরই দল হারাতে চলেছে আরো এক নক্ষত্রকে। খেলার মাঠে আর জ্বলজ্বল করতে দেখা যাবে না এই নক্ষত্রকে।
এবারের ফাইনালটা একটু আলাদা আর্জেন্টিনা সমর্থকদের কাছে। সকলেই অপেক্ষায় রয়েছে বিশ্বকাপে মেসির শেষ গোলটা দেখার জন্য। রবিবার শুরু হচ্ছে ফাইনাল। ভক্তরা সময় গুনছে কখন মাঠে বল গড়ানো শুরু হবে। কখন মেসি বল পায়ে এগিয়ে যাবেন ফ্রান্সের গোলের দিকে। যথেষ্ট চ্যালেঞ্জিং একটি ম্যাচ হতে চলেছে আগামীকাল।
তবে এবারে শুরু হয়েছে কালা জাদু। কাতারে উপস্থিত সমর্থকরাই নয়, হাজার হাজার মাইল দূরে বসে কালা জাদুর আশ্রয় নিয়েছে আর্জেন্টাইনরা। কিছু অন্ধ বিশ্বাসের প্রতি মানুষ আসক্ত হয়ে পড়েছে। প্রায় ৭ বছর পর আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে।
এবার যাতে জয়ের কাপটা আর্জেন্টিনার ঘরে যায় সেজন্য ' কালো জাদু ' - র আশ্রয় নিচ্ছে কিছু আর্জেন্টাইন। টুইটারে বেশ সমালোলোচিত হয়েছে ' অ্যাসোসিয়েশন অব আর্জেন্টাইন জাদুকর ' আইডি। তাদের একজন জানান, " আমরা যা বিশ্বাস করি সেখান থেকেই এটা করছি। এখানে কাউকে অসম্মান করা হচ্ছে না। এখানে সবাই তাই করছে যা তারা চাইছে। আমরা কেবল তাদের দিক নির্দেশনা দিচ্ছি "।
তবে ভক্তদের অসংখ্য ভালোবাসা, শক্তি আর্জেন্টিনা দলের সাথে সর্বদা আছে। এবারে আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারলে ভক্তদের কাছে এটি একটি স্বরনীয় বিশ্বকাপ হয়ে থাকবে। তবে এবার দেখার পালা ফাইনালে খেলার মাঠে কালা জাদুর প্রভাব কতটা কাজ করে।