Flash News
Monday, September 22, 2025

শীতের তাপমাত্রার লড়াই চলছে হাড্ডাহাড্ডি ; জেনে নিন বিভিন্ন জেলার তাপমাত্রা !

banner

journalist Name : Papri Chakraborty

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

বছরের শেষে শীতের আমেজ ছিলো না প্রথম দিকে। তবে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। শীত নিয়ে যেনো উত্তরবঙ্গ আর দক্ষিণের মধ্যে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। দার্জিলিং ও পানাগড়ে আটের ঘরে নেমে গিয়েছে তাপমাত্রা। দার্জিলিঙে বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি। পানাগড়ে ৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেনেছে। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে এরকমই শীতের আমেজ থাকতে পারে।

রবিবার অর্থাৎ আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস । কালিম্পং-এর তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে আজ সকাল থেকেই রয়েছে বেশ ঠাণ্ডা। কুয়াশায় সেজেছে গোটা শহর। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা  ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বালুরঘাটে। কোচবিহার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাগডোগরায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। মালদা জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের পানাগড়ে ৮ ডিগ্রিতে নেমেছে পারদ। পানাগড় এবং পুরুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে। পানাগড়ের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ৮.২ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শান্তিনিকেতনে সকাল থেকেই রয়েছে এক শীতের আমেজ। শান্তিনিকেতনে আসা পর্যটকদের জন্য আজকের আবহাওয়া বেশ আরামদায়ক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া জেলায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তাপমাত্রা নামে১২.৬ ডিগ্রি সেলসিয়াসে।

আজ পূর্ব মেদিনীপুরের দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। নদিয়ার কৃষ্ণনগরে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস ও পুরুলিয়া জেলায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। 

হাওড়ার উলুবেড়িয়ায় ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ১৩ ডিগ্রি। শীতের মরশুমে লড়াই চলছে তাপমাত্রার। এদিকে একটু কম আবার অন্যদিকে একটু বেশি। আবার কখনো দু দিকেই সমান। তবে বছরের শেষে এসে জাকিয়ে বসেছে শীত।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবেশ সোশ্যাল মিডিয়া
Related News