চলতি বছরে খুলতে চলেছে জোকা থেকে তারাতলা মেট্রো

banner

#Pravati sangbad Digital Desk:

ট্রেন বা বাসের থেকে কম সময়ের মধ্যে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে দেয় মেট্রো পরিষেবা। কাজেই নিত্যযাত্রীদের জন্য মেট্রো অত্যন্ত গুরুত্বপূর্ন। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো লাইন চালু হয়েছে ২০২১ সালে। ফলে সুবিধা হয়েছে বহু অফিস যাত্রীর। এরপরই চালু হতে চলেছে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা। নিত্যদিনের অফিস যাত্রীদের জন্য এটি অত্যন্ত সুখবর। মেট্রো রেল সূত্রের খবর অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে চালু হওয়ার কথা ছিল এই মেট্রো পরিষেবা। 

তবে নতুন বছরের শুরুতেই যাত্রী নিয়ে গন্তব্যের দিকে ছুটতে চলেছে এই মেট্রোরেল। জোকা থেকে তারাতলা রুটে চালু হবে মেট্রো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করতে পারেন এই প্রকল্পের। শনিবার  রেলের জিএম অরুণ অরোরা মেট্রো রেলের আধিকারিকদের সাথে এসে জোকা থেকে তারাতলা মেট্রো পথ পরিদর্শনের পরে এ কথা জানান। তিনি বলেন , জোকা থেকে তারাতলা রুটে মেট্রো চালু হবে এবছরই। ডিসেম্বরেই নতুন রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। 

জোকা স্টেশন থেকে তারাতলা পর্যন্ত থাকছে ৬টি স্টেশন। জোকার পর ঠাকুরপুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা। মেট্রো সূত্রের দাবি , ডিসেম্বরের শেষ দিন থেকেই চালু হতে পারে পরিষেবা। সেই মতো প্রস্তুতি নেওয়াও শুরু হয়েছে। মেট্রোরেল সূত্রের মতে , এই স্টেশনগুলিতে এখনও স্মার্টগেট বসানো হয়নি। সুতরাং এখন আপাতত পেপার টিকিটের ব্যাবস্থা চালু হতে পারে। এই মেট্রো পরিষেবা চালু হলে চাপ কমবে ডায়মন্ড হারবার রোডের উপর। সম্প্রতি এসি রেক পাঠানো হয়েছে জোকা ডিপোয়।

সূত্রের খবর ,  বর্তমানে এসি রেক চালিয়ে লাইন পরীক্ষা করা হচ্ছে যাত্রীদের সুবিধার্থে। নভেম্বর মাসেই জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার ছাড়পত্র দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। মেট্রোরেল সূত্রের খবর , তিন মাসের মধ্যে পরিষেবা চালু হওয়ার কথা ছিল। জোকা থেকে তারাতলা রুটের দৈর্ঘ্য সাড়ে ৬ কিলোমিটার। এই রুটে ছয়টি স্টেশন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শিলান্যাস হয়েছিল এই প্রকল্পের।

এই রুটে মেট্রো চলাচল শুরু হলে বেহালা - ঠাকুরপুকুর সহ বহু এলাকার মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসবে। উপকৃত হবে বহু মানুষ। দ্বিতীয় পর্যায়ে তারাতলা থেকে বিবাদীবাগ পর্যন্ত মেট্রো চলবে। কর্মী সংখ্যা কম থাকায় চিন্তায় রয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। আপাতত অন্য রুট থেকে কর্মী এনে, পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবছেন কর্তৃপক্ষ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : পাপড়ি চক্রবর্তী

Related News