বিদায় হরভজন,অবসান ঘটল ২৩ বছরের বোলিং জীবনের

banner

#Pravati Sangbad Digital Desk:

বড়দিনের আগের রাতেই নিজের খেলোয়াড় জীবন থেকে সরে দাঁড়ালেন হরভজন সিং। টেস্ট ক্রিকেটে হ্যাট্রিককারী প্রথম ভারতীয় বোলারের মুকুট তার মাথায়। অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই মানুষ চিনে ছিল হরভজনকে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির নিয়ম ভাঙার কারনে বাদ পড়েছিলেন এক সময়। সালটা ২০০১ ভারত সফরে আসছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল, কাঁধের চোটে তখন মাঠের বাইরে অনিল কুম্বলে, দলে স্পিকারের অভাব। তখন খানিকটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জোরাজুরিতেই নির্বাচক কমিটি বাছাই করতে বাধ্য হয় হরভজন সিংকে। নির্বাচক কমিটির নজরে ছিল শরণদীপ সিং। ভারতের হয়ে ২৮ টি টি-২০ ম্যাচে ২৫ টি উইকেট, ২৩৬টি এক দিনের ম্যাচে ২৬৯টি উইকেট এবং ১০৩টি টেস্ট ম্যাচে ৪১৭টি উইকেট তার পকেটেই। কপিল দেব, অনিল কুম্বলে এবং অশ্বিনের পরেই তাঁর নাম। ভারতের চতুর্থ সর্বোচ্চ উইকেট টাকার হরভজন সিং।

শুক্রবার রাতে তিনি নিজেই টুইট করে তার অবসরের কথা জানান। তিনি আরও বলেছেন, ‘আমার দীর্ঘ ২৩ বছরের খেলোয়াড় জীবনে যারা সব সময় আমার পাশে থেকেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। ক্রিকেট আমাকে সব কিছুই দিয়েছেʼ। শুধুমাত্র টুইট নয় ভক্তদের জন্য একটি ভিডিও ফুটেজও শেয়ার করেন তিনি। সেখানে তাকে বলতে শোনা গেছে, ‘জলন্ধরের অচেনা গলি থেকে টিম ইন্ডিয়ার সফরটা বেশ ভালোই ছিল। যখনই ইন্ডিয়ার জার্সি পড়ে মাঠে নেমেছি সব সময়ই আমাকে বেশ অনুপ্রেরণা জুগিয়েছে সেটি, তবে একটা সময় সকলকে কঠিন সিদ্ধান্ত নিতেই হয়, আজ আমি আমার জীবনের কঠিন সিদ্ধান্তটা নিলামʼ। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি থেকে বাদ পরার পড়ে বাদ পড়েছিলেন পাঞ্জাব দল থেকেও ঠিক তার পরেই বাবা মারা গিয়েছিলেন, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। মনস্থির করেছিলেন বিদেশ গিয়ে বন্ধুদের সাথে কোন কাজ করবেন, কিন্ত শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। বিদেশ চলে গেলে হয়তো ভারতীয় ক্রিকেট মণিহারা হয়ে পড়তো। বাংলাদেশ আর জিম্বাবোয়ের মত দল অনিল কুম্বলের অনুপস্থিতিকে বেশ ভালোই কাজে লাগিয়েছিল সেই সময়। ১৯৯৮ সালে প্রথম ভারতের জার্সিতে মাঠে নেমেছিলেন হরভজন সিং।



তার পরের ইতিহাস সকলের জানা। সৌরভ গাঙ্গুলি হোক বা মহেন্দ্র সিং ধোনি প্রত্যেকের পছন্দের পাত্র হরভজন সিং। অনেক আগেই জাতীয় দল থেকে বিদায় নিয়েছিলেন, গত বছর আইপিএল এ কোলকাতা নাইট রাইটার্স এর হয়ে দলে থাকলেও মাঠে নামতে দেখা যায় নি তাকে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News