Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

দীর্ঘ দিনের সম্পর্কের সিলমোহর

banner

journalist Name : Aparna Dutta

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

গত ৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সিপিআইএম-এর যুব নেতা শতরূপ ঘোষ। পাত্রী তার দীর্ঘদিনের বান্ধবী পহেলি সাহা। কলেজ জীবনে প্রথম আলাপ শতরূপ এবং পহেলির। দুজনেই আশুতোষ কলেজে পড়তেন। সেখান থেকেই আলাপ ও প্রেম। পহেলিও দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়াই ৪ ডিসেম্বর কেবল সই সাবুদ এর মারফত বিয়ে সারলেন এই জুটি। শতরূপ ঘোষের বিয়ে উপলক্ষে একটি গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গানের অনুষ্ঠান করেন ক্যাকটাসের সিধু। উপস্থিত ছিলেন বিমান বসু সহ অন্যান্য বিশিষ্ট মানুষেরা।রাজ্য কমিটির তরুণ সদস্যর বিয়ের সাক্ষী হিসেবে স্বাক্ষর দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রুবি হাসপাতালের কাছেই বিষ্ণু বিজলী গার্ডেনে বসেছিল নব দম্পতির বিয়ের আসর বসেছিল। বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজনদের নিয়ে বিয়ে সেরেছেন এই জুটি।বিয়ের কার্ডেও ছিল অসাধারণ চমক। ভালোবাসা কাকে বলে ফুটিয়ে তুলেছিলেন তাদের বিয়ের কার্ডের মাধ্যমে।প্রজাপতি-ব্রহ্মা নয়, কাস্তে হাতুড়ি, কলকাতার ট্রাম এবং একাধিক ছবিতে বিয়ের কার্ড সাজানো হয়। আর্টিস্টিক ক্যারিক্যাচারে ফুটে উঠেছে তাদের নিখাদ প্রেম।অনুষ্ঠানে বিমান বসু ছাড়াও হাজির ছিলেন বেশ কয়েক মন্ত্রী। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়, সিপিআইএম-এর রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত, প্রয়াত সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তীর কন্যা তথা অভিনেত্রী উষশী চক্রবর্তী, বাম-ঘনিষ্ঠ অভিনেত্রী শ্রীলেখা মিত্র-সহ সিপিআইএম-এর একাধিক নেতা-নেত্রীরা। একসময় আশুতোষ কলেজের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকও ছিলেন। তবে এই মুহূর্তে অবশ্য সক্রিয়ভাবে রাজনীতিতে নেই পহেলি। তবে তাঁর আরও একটা পরিচয় আছে। তিনি টলিপাড়ার চেনা মুখ। কলকাতার একটি জনপ্রিয় প্রযোজনা সংস্থায় জনসংযোগ আধিকারিক পহেলি। অন্যদিকে, সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। সুদর্শন-তরুণ এই রাজনীতিবিদ প্রায়শই নানা টেলিভিশনের খবরের চ্যানেলের প্যানেলে অংশগ্রহণ করেন। যুব সমাজের মধ্যে সুবক্তা হিসেবে পরিচিত তিনি। কলেজ রাজনীতিতে একসঙ্গে পোস্টার লেখা, দেওয়াল লেখা সবই যৌথ ভাবে করতেন। এছাড়া বিভিন্ন মিছিলে, মিটিং-এ একসঙ্গে পা মেলাতে মেলাতেই বেড়েছিল শতরূপ ও পহেলির ঘনিষ্ঠতা। সেই ঘনিষ্ঠতাতেই এদিন সিলমোহর লাগালেন দুজনে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News