কেপিপি- র রেলরকো কর্মসূচিতে আটকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসসহ একাধিক ট্রেন

banner

#Pravati sangbad Digital Desk:

আবার পৃথক রাজ্যের দাবিতে উত্তাল উত্তরবঙ্গ। আজ সকাল থেকেই কামতাপুর পিপলস্ পার্টি দফায় দফায় বিক্ষোভ দেখতে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে। যার কারণে থমকে যায় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কেপিপির রেল রোকো কর্মসূচিতে বিঘ্নিত পরিষেবা। যার জেরে সমস্যায় যাত্রীরা। সূত্রের খবর, কামতাপুর পিপলস্ পার্টির বিক্ষোভ কর্মসূচি আটকাতে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

যদিও ইতিহাস বলছে, কামতাপুর পিপলস্ পার্টির এই দাবি আজকের নয়। এর আগেও তাঁরা একাধিকবার এই দাবি তুলে আন্দোলনের পথ বেঁছে নিয়েছেন। যা অনেক সময় রক্তারক্তি কাণ্ডও ঘটিয়েছে। আর এবার রেল রকো কর্মসূচি, যার জেরে থমকে একাধিক লোকাল, মালগাড়ি এক্সপ্রেস ট্রেন। অন্যদিকে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি গেরুয়া শিবির আগে জানিয়েছে বহুবার। যদিও তাতে কোনরকম কর্ণপাত করেনি রাজ্য সরকার। উল্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উত্তরবঙ্গ সফরের সময় জানিয়েছিলেন, “বঙ্গভঙ্গ করতে দেবো না, আমরা একটাই রাজ্য একটাই দেশ”। কিন্তু এবার বিজেপির দাবিকে উস্কে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে পথে নামলো কামতাপুর পিপলস্ পার্টি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News