Flash news
    No Flash News Today..!!
Thursday, May 16, 2024

জাকিয়ে শীত পড়তে চলেছে কলকাতায়, সিকিমে তুষারপাত, বৃষ্টির সম্ভাবনা

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

কাল থেকেই ধীরে ধীরে কমতে পারে কলকাতার তাপমাত্রা। সপ্তাহান্তে ১৫ ডিগ্রির কাছাকাছি নামতে পারে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার থেকেই দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। চলবে শনিবার পর্যন্ত। পাশাপাশি সিকিমে তুষারপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তাপমাত্রা বেশ অনেকটাই কমবে জেলায়। যদিও আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানা গিয়েছে। সপ্তাহান্তে ১৫ ডিগ্রির কাছাকাছি ও জেলায় ১২ ডিগ্রির নিচে নামতে পারে কলকাতার তাপমাত্রা। সম্প্রতি কিছুদিন শীতের আমেজ তেমন না থাকলেও এবার ডিসেম্বর জুড়েই জমিয়ে শীতের আমেজ অনুভব হবে। 

সিকিমে বৃষ্টি এবং তুষারপাত দুটোই হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। যদিও আগামী ২৪ ঘন্টায় কোনও পরিবর্তন হবে না তাপমাত্রায়। রাতেও স্বাভাবিক থাকবে তাপমাত্রা। তারপর থেকে ধীরে ধীরে নামতে থাকবে তাপমাত্রা। সপ্তাহান্তে অর্থাৎ ২০ তারিখের মধ্যে ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। কলকাতা সহ জেলায় জেলায় ফের ফিরবে শীতের আমেজ। ডিসেম্বরের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে জেলায় জেলায় ১২ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা। আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বরের শেষের দিকে জাঁকিয়ে শীতের একটা স্পেল আসতে পারে। 

তবে আজ সারাদিন কলকাতায় পরিষ্কার আকাশ থাকবে। তাপমাত্রা স্বাভাবিক থাকবে। আজ সকালের দিকে হালকা কুয়াশা ছিল। তবে এখন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় গতকাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি। আগের দিন তা ছিল ১৯.৭ ডিগ্রি। বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি উপরে। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি উপরে ছিল কলকাতার তাপমাত্রা। রাজ্যে ইতিমধ্যেই বইতে শুরু করেছে উত্তরে হাওয়া। যদিও গত পরশু কুয়াশার চাদরে মুড়ে ছিল কলকাতা, যার ফলে তাপমাত্রার পারদ ২ ডিগ্রি বেড়ে গিয়েছিল। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৪০ শতাংশ।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৯ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস।আগামী কয়েক দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তর-পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আগামী ২৪ ঘন্টার পর মধ্য ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে তাপমাত্রা কমবে। পরবর্তী কয়েক দিনে তাপমাত্রা কমতে পারে ৫ ডিগ্রি পর্যন্ত। তবে আগামী দু দিন একই আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না। মহারাষ্ট্রেও চার ডিগ্রি তাপমাত্রা পতন হতে পারে। হিমাচল প্রদেশে আগামী দুদিনের জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা আছে। এছাড়াও আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরপ্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা - রাজ্যে। আগামী ৪৮ ঘন্টায় উত্তরাখন্ডে শৈত্যপ্রবাহ চলতে পারে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Puja Adhikary

Related News