Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

সেমিফাইনালে মেসির বাঁ পায়ের জাদু দেখার অপেক্ষায় সমর্থকরা

banner

journalist Name : Papri Chakraborty

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

 সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। অপরদিকে রয়েছে ফ্রান্স ও মরক্কো। তবে ফাইনালে ওঠার লক্ষ স্থির রেখে এগিয়ে চলেছে নীল - সাদায় মোড়া মেসির দল। অন্যদিকে ২০১৮-র পর আবারো আর্জেন্টিবাকে পরাজিত করার দিকে এগোচ্ছে ক্রোয়েশিয়া। সব মিলিয়ে হতে চলেছে এক হাড্ডাহাড্ডি লড়াই। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় রয়েছে তাঁদের সমর্থন করা দলের জয় দেখার জন্য। 

বাঙালি হোক বা অবাঙালি , ফুটবল প্রিয় সকলেরই। সামনেই রয়েছে সেমিফাইনাল ও ফাইনাল। অপেক্ষায় অধীর হয়ে বসে রয়েছে সকলে। কেউ নিচ্ছে অফিসে ছুটি আবার কেউ সব কাজ সেরে বসে পড়ছে টিভি বা মোবাইলের সামনে। রাস্তাঘাটে , পাড়ায় পাড়ায় উড়ছে বিভিন্ন দলের পতাকা। এ যেনো এক উৎসবে পরিণত হয়েছে সকলের কাছে। বাজি ফাটিয়ে উজ্জাপন করা হচ্ছে দলের জিতকে। ২০১৪ -র পর ২০২২। বিশ্বজয়ের স্বপ্নপূরণ থেকে মাত্র দু পা দূরে আর্জেন্টিনা। 

২০১৪ সালে সেমি ফাইনালে জিতলেও বিশ্বজয়ের কাপ পর্যন্ত পৌঁছাতে পারেনি আর্জেন্টিনা। ফাইনালে গিয়ে হারতে হয়েছিল জার্মানির কাছে। তবে এবারের বিশ্বকাপ মেসির কাছে আলাদা।২০২২-এ নিজের শেষ বিশ্বকাপে সোনালী ট্রফিটা হাতে তুলে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে নারাজ মেসি। কিন্তু এর জন্য আর্জেন্টিনাকে পেরোতে হবে ক্রোয়েশিয়ার বেড়াজাল। যে দল ১০৫ মিনিটে গোল খেয়েও তা শোধ করতে পারে তাকে নিয়ে বেশ চিন্তায় আছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি ও অধিনায়ক মেসি। ব্রাজিলের মতো শক্তিশালী দলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে  ক্রোয়েশিয়া। 

স্কালোনি বলেন , " রড্রিগো ডি পল ও ডি মারিয়া এখন ভালো আছে। ওরা দু'জনেই পুরো ফিট। তবে কে কত মিনিট মাঠে থাকবে কিংবা থাকবে কি না, সেই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে "। তবে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকভিচকে টপকে গোল দেওয়া একটা যে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে আর্জেন্টিনার কাছে তা বুঝতে দেরি নেই আর। ম্যাচের আগে স্কালোনি বলেন , " গোটা দেশের সমর্থন আছে আমাদের। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এর বেশি কিছু ভাবতে চাই না "।

কোয়ার্টার ফাইনাল ম্যাচের পরই  রীতিমতো খাটতে শুরু করে দিয়েছেন মেসি। আর্জেন্টিনার সমর্থকরা চেয়ে রয়েছেন মেসির দিকে। বিপক্ষ দল যতই শক্তিশালী হোক মেসির পায়ের জাদুতে বদলে যেতে পারে গোটা খেলা। অপরদিকে সেমি ফাইনালের আগে দালিচ জানান, ২০১৮ এর বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারানোর পুুনরাবৃত্তি ঘটবে। তিনি আরো বলেন , " গত বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ম্যাচটা আমাদের কাছে সেরা ম্যাচ ছিল। ব্রাজিলের বিরুদ্ধে গত ম্যাচটা তালিকায় দ্বিতীয় স্থানে থাকবে। আর যদি আর্জেন্টিনার বিরুদ্ধে জিততে পারি, সেটা ক্রোয়েশিয়ার ইতিহাসে সর্বকালের সেরা ম্যাচ হবে "।

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপর দেখা যাবে মাঠে টিকে থাকার লড়াই। কে হাসবে শেষ হাসিটা। ফুটবল বিশেষজ্ঞদের মতে , বিশ্বকাপের অন্যতম সেরা লড়াই হতে চলেছে এই ম্যাচে। আর্জেন্টিনা সমর্থকদের বিশ্বাস আজও মেসির বাঁ পায়ের জাদুতে শেষ হাসি হাসবে আর্জেন্টিনা। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল বিশ্ব বিনোদন
Related News