#Pravati Sangbad Digital Desk:
অনুব্রত মণ্ডলের হয়ে দিল্লি হাইকোর্টে কপিল সিব্বল। সম্প্রতি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদে অসহযোগিতার মামলায় গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। জল্পনা চলছিলো, তাঁকে দিল্লি নিয়ে গিয়ে গরু পাচার সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। তারই প্রতিবাদে সপ্তাহের শুরুতেই দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছেন কপিল সিব্বল। আদালতে মামলা করে তিনি জানিয়েছেন, “অনুব্রত মণ্ডল বর্তমানে অসুস্থ, তাঁর বুকে ব্যাথা রয়েছে। এই মুহূর্তে তাঁকে দিল্লি নিয়ে আসা মানে শারীরিক ভাবে হেনস্থা করা। তাঁকে আসানসোল আদালতেই জেলা করা হোক”। উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসে বোলপুরের বাড়ি থেকেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-র হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। বর্তমানে তিনি রয়েছেন আসানসোল বিশেষ সংশোধনাগারে, সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু তদন্তে অসহযোগিতার জন্য তাঁকে গ্রেফতার করে ইডি। তারপরেই দিল্লির উদ্দেশ্যে উড়ে যান তাঁরা, সূত্রের খবর দেহরক্ষী সায়গল হোসেনের মতো তাঁকেও দিল্লি নিয়ে গিয়ে জেরা করার কথা ভাবছেন ইডি আধিকারিকরা। কিন্তু তারই প্রতিবাদের এদিন দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কপিল সিব্বল। আজ সেই মামলার শুনানি আছে বলে জানা গিয়েছে। তাই আপাতত দিল্লির রাউস অ্যাভিনিউয়ের আদালতে মামলা স্থগিত রাখল ইডি।