Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

আজ শুরু হচ্ছে বিশ্বকাপ নকআউট ,কে কোন দলের বিরুদ্ধে খেলবে

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্যায়ের খেলা শেষ হয়েছে। ৩রা ডিসেম্বর শনিবার থেকে শুরু হচ্ছে প্রি কোয়ার্টার ফাইনালের নক আউট পর্যায়ের খেলা। আসুন দেখে নেওয়া যাক কোন দল কার বিরুদ্ধে কোন কোন দিন মাঠে নামছে। যে ১৬ টি দল থ্রি কোয়াটার ফাইনালে নকআউট পর্যায়ের খেলায় অংশগ্রহণ করছে তারা হল নেদারল্যান্ডস, আমেরিকা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইংল্যান্ড, সেনেগাল, জাপান ক্রোয়েশিয়া,ব্রাজিল, দক্ষিণ কোরিয়া,মরক্কো, স্পেন,পর্তুগাল ও সুইজারল্যান্ড।
কাতার বিশ্বকাপ দেখেছে অনেক অঘটনের মুহূর্ত। সাক্ষী থেকেছে বেলজিয়াম, জার্মানি, মেক্সিকো, উরুগুয়ের মত তারকা খচিত দলের ছিটকে যাওয়ার।
তেমনি সাক্ষী থেকেছে এশীয় শক্তির উত্থান দেখতে। নকআউটে পৌঁছে গিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপানের মত দল।
ডিসেম্বরের ৩ থেকে ৭ তারিখ পর্যন্ত চলবে প্রি কোয়ার্টার ফাইনালের লড়াই। ফুটবল বোদ্ধাদের মতে আজ থেকে শুরু বিশ্বকাপের আসল লড়াই। যেখানে আটটি গ্রুপের শীর্ষস্থানে থাকা দলগুলি মুখোমুখি হবে অন্য গ্রুপের রানার্স দলের। 
বিশ্বকাপের সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ এ-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ বি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ বি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ এ-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে আমেরিকা। ৩ ডিসেম্বর, শনিবার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সেই খেলা। ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হবে খেলা। অন্য দিকে ইংল্যান্ড খেলবে সেনেগালের বিরুদ্ধে। ৪ ডিসেম্বর, রবিবার আল বায়েত স্টেডিয়ামে হবে সেই খেলা। ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে শুরু হবে খেলা।
ঠিক একই ভাবে গ্রুপ সি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ ডি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ সি-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। ৩ ডিসেম্বর, শনিবার আহমেদ বিন আলি স্টেডিয়ামে হবে সেই খেলা। ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে শুরু হবে খেলা। অন্য দিকে ফ্রান্স খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে। ৪ ডিসেম্বর, রবিবার আল থুমামা স্টেডিয়ামে হবে সেই খেলা। ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হবে খেলা।
গ্রুপ ই-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ এফ-এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ এফ-এর শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ই-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, জাপানের বিরুদ্ধে খেলবে ক্রোয়েশিয়া। ৫ ডিসেম্বর, সোমবার আল জানিয়ুব স্টেডিয়ামে হবে সেই খেলা। ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হবে খেলা। অন্য দিকে মরক্কো খেলবে স্পেনের বিরুদ্ধে। ৬ ডিসেম্বর, মঙ্গলবার এডুকেশন সিটি স্টেডিয়ামে হবে সেই খেলা। ভারতীয় সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হবে খেলা।
গ্রুপ জি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ এইচ-এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ এইচ-এর শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ জি-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, ব্রাজিলের বিরুদ্ধে খেলবে দক্ষিণ কোরিয়া। ৫ ডিসেম্বর, সোমবার স্টেডিয়ামে ৯৭৪-এ হবে সেই খেলা। ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে শুরু হবে খেলা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News