Flash news
    No Flash News Today..!!
Wednesday, May 15, 2024

কবে ফিরবে শীত জানিয়ে দিল হাওয়া অফিস

banner

#Pravati Sangbad Digital Desk:

রবিবার দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে জানা গিয়েছে। সোমবারের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপে তা পরিণত হবে। নিম্নচাপের শঙ্কায় কি শীত দিগভ্রষ্ট হবে? যদিও হাওয়া অফিস বিষয়টি নিয়ে কোনো ইঙ্গিত দেয়নি। এর প্রভাব বঙ্গে পড়বে কিনা তা বলার সময় যদিও এখনও আসেনি। তবে ঘুর পথে প্রভাব যে কিছুটা হলেও পড়তে পারে তেমনটা মনে করা যেতেই পারে।
শনিবার শহরের আকাশ পরিস্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এবং ২৮ ডিগ্রি ও ১৬ ডিগ্রির আশে পাশে থাকবে। ডিসেম্বর পড়ে গেলেও দেখা মিলছে না সেভাবে শীতের। জাকিয়ে শীত পড়তে এখনও বেশ কিছুদিন বাকি আছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আকাশ পরিষ্কার থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আছে। যদিও উত্তরের ঠান্ডা হাওয়া প্রবেশের কথা থাকলেও তা একটু কম। এর প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয়েছে। ফলে ভোরের দিকে যে ঠান্ডা থাকার কথা সেটার প্রভাব সেভাবে ছিল না।
5রবিবার দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত তৈরি হবে বলে জানা গিয়েছে। সোমবারের মধ্যে সেই ঘূর্ণাবর্তটি দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই তা গভীর নিম্নচাপে পরিণত হবে বলে মনে করা হচ্ছে।
5নিম্নচাপটি তামিলনাড়ু এবং পণ্ডিচেরী উপকুলের দিকে এগোবে বলে মনে করছে আবহাওয়া দফতর। তবে এর প্রভাব বাংলায় পড়বে কি না, তা এখনও বলতে পারেনি হাওয়া অফিস। তবে এরই মধ্যে গত কয়েকদিন শীতের লেশমাত্র নেই বিশেষ করে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের প্রভাব যদি বাংলার ওপর পড়ে, তাহলে শীতের অনুভূতি আরও উধাও হবে।
5বাতাসে জলীয় বাষ্পের প্রবেশ করাতেই ঠান্ডা উধাও হয়েছে রাজ্যে। আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দক্ষিণবঙ্গের জন্য দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে তিনদিন পর থেকে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
উত্তরবঙ্গের রাতের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে জানা গিয়েছে। উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে ইতিমধ্যে জমিয়ে ঠান্ডা পড়েছে।
পাহাড়ে পারদ দশ ডিগ্রির নীচে নেমে গিয়েছে।
শনিবার কলকাতায় দিনের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। শুক্রবার কলকাতা এবং তত্‍প্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রী বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৭ শতাংশ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News