Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

পোল্যান্ডের বিরুদ্ধে আজ 'অগ্নিপরীক্ষা' মেসির আর্জেন্টিনার

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk :

মেক্সিকো ম্যাচে জয় এখন অতীত। বুধবার মধ্যরাতে আরও এক ডু অর ডাই ম্যাচে খেলতে নামছে নামছে আর্জেন্টিনা। তবে মেক্সিকো ম্যাচে জয় গোটা দলটার আত্মবিশ্বাস ও শরীরী ভাষাটাই পাল্টে দিয়েছে। বিশ্বকাপের নকআউট রাউন্ড ছাড়া এখন কিছুই ভাবতে নারাজ নীল-সাদা ব্রিগেড। বুঝতে পারলে সহজ, না পারলেই কঠিন। অঙ্ক এমনই। কাতার বিশ্বকাপে কিছু গ্রুপের ক্ষেত্রেও তাই। যেমন গ্রুপ সি। এই গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, পোল্যান্ড, সৌদি আরব, মেক্সিকো। কোনও দলেরই নকআউট নিশ্চিত নয়। তেমনই কোনও দলের সুযোগও শেষ হয়ে যায়নি। আজ মুখোমুখি হবে পোল্যান্ড ও আর্জেন্টিনা। একই সময়ে নামছে সৌদি আরব-মেক্সিকো। শেষ দুটি ম্যাচের ফলের উপরই নির্ভর করবে, এই গ্রুপ থেকে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে কাদের। কাতার বিশ্বকাপ শুরু হয়েছিল বিরাট অঘটনে। সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। লিও মেসির পেনাল্টি গোলে এগিয়ে থেকেও ১-২ ব্যবধানে হার। বিশ্বকাপের ইতিহাসে সেরা কিছু অঘটনের মধ্যে জায়গা করে নিয়েছে এই ম্যাচ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। যদিও প্রথমার্ধ গোল শূন্যই ছিল। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির অনবদ্য গোল। কার্যত মাঝমাঠে ডি মারিয়ার ছোট্ট একটা এরিয়াল পাস। মেসির জমি ঘেষা চকিত শট। কেউ কিছু বুঝে ওঠার আগেই গোল। মেসির আলোয় আরও বেশি আলোকিত হয়েছিলেন দলের তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ। কর্নার থেকে তৈরি হওয়া একটা মুভ। মেসির পাস, বল পেয়েই গোলে শট এনজোর। বিশ্বকাপে নজরকাড়া গোলরক্ষক গুইলিরমে ওচোয়ার ধরাছোঁয়ার বাইরে। ২-০ গোলে জিতে টিকে রয়েছে আর্জেন্টিনা। এরপর কী? কাতার বিশ্ববিদ্যালয়ের ট্রেনিং গ্রাউন্ড থ্রি-তে সোমবার সন্ধেয় অনুশীলন করে আর্জেন্টিনা দল। দলের ফুরফরে মেজাজ ও হাসি-গল্প সঙ্গে পরিকল্পনামাফিক অনুশীলনই বলে দিচ্ছিল এই আর্জেন্টিনা ও সৌদি ম্যাচের আর্জেন্টিনার মধ্যে অনেক তফাত্‍। তবে এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই শেষ ষোলো নিশ্চিত্‍ হয়ে যাবে পোল্যান্ডের। তাই খুব একটা বেশি অ্যাটাকে না গিয়ে সুযোগের অপেক্ষা করবে লেওনডস্কিরা। অপরদিকে, মেসিদের লক্ষ্য শুধুই জয়।

ম্যাচের আগের দিন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, 'লেয়নডস্কি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। দুরন্ত ছন্দে রয়েছে। তবে আমরাও তৈরি। সকলেই জানে এই ম্যাচের উপরেই আমাদের বিশ্বকাপের ভাগ্য নির্ভর করছে। তাই জেতা ছাড়া অন্য কিছুই ভাবতে চাই না এই মুহূর্তে।' পাশাপাশি লেওনডস্কিকে আটকানোর জন্য নীল-সাদা রক্ষণও যে একশো শতাংশ তৈরি তা জানিয়ে দিলেন ডিফেন্ডার লেসান্দ্রো মার্টিনেজ। অনুশীলনে মেসিকে খুব একটা পরিশ্রম করতে দেখা না গেলেও সেট পিসের উপর জোর দিয়েছেন আর্জেন্টাইন তারকা। প্রথম দুিট ম্যাচে সেভাবে ভালো ফ্রি কিক দেখা যায়নি মেসির পায়ে। মরণ বাঁচন ম্যাচে যাতে কোনও সুযোগ হাত ছাড়া না হয় সেদিকেই নজ এলএমটেনের। আর আর্জেন্টির বিশ্বজয়ের স্বপ্ন পূরণ করতে হলে আরও একবার মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।অপরদিকে, আর্জেন্টিনার বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষ দলকে যথেষ্ট সমীহ করছেন পোল্যান্ডের কোচ চেস্টওয়াফ মিখনিয়েভিচ। বিশেষ করে মেসিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। তবে তার দল যে শক্তি অনুযায়ী সেরাটা দেওয়ার চেষ্টা করবেন সেকথা জানিয়েছেন পোলিশ কোচ। ফলে স্টেডিয়াম ৯৭৪-এ আরও এক রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমিরা। 
 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল
Related News