Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আটকাতে মরিয়া সিবিআই

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

সোমবারের সকাল, ঘড়ির কাঁটায় ঠিক সাড়ে ১০টা। পুলিশের সাদা সুমো গাড়ি থেকে বেরিয়ে এলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আলিপুর আদালতে আজ শুনানি রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। সাথে অবশ্য শুনানি রয়েছে কল্যাণময়য় গঙ্গোপাধ্যায়, সুবিরেশ ভট্টাচার্য, মানিক ভট্টাচার্য, এসপি সিনহা প্রমুখের। এদিন এসএসসি গ্রুপ সি এবং নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা ছিল। সেই কারণেই সকলকে হাজির করা হয় আলিপুর আদালতে। এদিন বেশ খানিকটা বিধ্বস্ত দেখায় রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে, তিনি  যে শারীরিক এবং মানসিক ভাবে বিপর্যস্ত তা আর বলার অপেক্ষা রাখে না।যদিও এর আগের দিনই মেজাজ হারাতে দেখা গিয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। অন্যদিকে তাঁর আইনজীবীরা আদালতের কাছে একাধিকবার তাঁর অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছেন, এমনকি রাজ্যের প্রাক্তন মন্ত্রীও হাত জোর করে আদালতের কাছে জামিনের আর্জি জানিয়েছেন। কিন্তু তাতেও বিশেষ কিছু লাভ হয়নি, বরং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-র আইনজীবীদের পক্ষেই রায় দিয়েছে আদালত। সূত্রের খবর, আজ আবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন জানাতে পারেন তাঁর আইনজীবী। তবে আরও জানা গিয়েছে, প্রাক্তন মন্ত্রীর জামিন আটকাতে সমস্ত নথি আদালতের সামনে রাখতে পারে সিবিআই। সেই সাথে আরও কিছু নতুন নথি পেশ করা হতে পারে আদালতের কাছে। যেখানে উল্লেখ থাকবে কিভাবে পার্থ চট্টোপাধ্যায়ের ঘর থেকে এতো বিপুল পরিমাণ টাকার হদিশ মেলেছে।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্নীতি রাজ্য
Related News