এবার চালক বিহীন ট্রেন ছুটবে ভারত জুড়ে, প্রস্তুতি শুরু করেছে ভারতীয় রেল

banner

#Pravati Sangbad Digital desk:

আধুনিকতার নিরিখে ভারতীয় রেল প্রতিদিনই নতুন নতুন পরিবর্তন নিয়ে এসেছে, যা যাত্রী সাধারণের জন্য আরাম দায়ক এতদিন তাই ভেবে এসেছে ভারতীয় রেল মন্ত্রক। এবার সেই আধুনিকীকরণের মুকুটে উঠতে চলেছে নতুন পালক। সূত্রের খবর, আর লোকো পাইলট দিয়ে নয়, এবার থেকে বিনা চালকেই ট্রেন চালাতে চাই ভারতীয় রেল। ইতিমধ্যেই দিল্লি মেট্রোর সাথে চুক্তিও হয়ে গিয়েছে। এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে কমিউনিকেশন বেসড কন্ট্রোল সিস্টেম। যদিও এর আগে চালক বিহীন পাতাল রেল দেখেছে সাধারণ মানুষ, কিন্তু কলকাতার ক্ষেত্রে যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই চালক দিয়েই মেট্রো চালানো হয়। এবার চালক বিহীন ট্রেনের দেখা মিলবে মাটির ওপরেই। রেল মন্ত্রক সূত্রে খবর, মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মধ্যে দিয়েই দ্রুত কাজ শুরু হবে। যা গড়ে উঠবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়েই। অন্যদিকে ভারতে ইতিমধ্যে সেমি হাইস্পীড বুলেট ট্রেন এসেছে। সেই ট্রেনের গতি অন্যান্য  ট্রেনের থেকে অনেকটাই বেশি, শুধু তাই নয় আলাদা করে কোন ইঞ্জিনও নেই সেই ট্রেনে। দৈর্ঘ্যের নিরিখে ভারতীয় রেল এশিয়ার বৃহত্তম রেলপথ এবং বিশ্বে দ্বিতীয় স্থানে। যার ৮৫ শতাংশ রেলপথের বৈদ্যুতিকরণ হয়ে গিয়েছে। এবার আরও আধুনিকতার পথে ভারতীয় রেল। জানা  গিয়েছে, এই পদ্ধতিতে রেডিও কমিউনিকেশনের মাধ্যমে ট্রেন চালানো হবে, সেই সাথে থাকবে ইলেকট্রনিক সিগ্নালিং ব্যবস্থা। অন্যদিকে পুরনো আমলের সমস্ত সিগন্যালিং সিস্টেম এবং ট্র্যাক চেঞ্জিং সিস্টেম বদল করে নতুন অত্যাধুনিক সিস্টেম নিয়ে এসেছে ভারতীয় রেল। যার ফলে ট্রেনের গতি আগের থেকে বেড়েছে অনেকটাই, তবে চালক বিহীন রেল গাড়ির কবে দেখা মিলবে তা এখনও কিছু নানা যায়নি স্পষ্ট ভাবে।

#Source: online/Digital/Social Media News   # Representative Image



#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News