গ্র্যাজুয়েট চা-ওয়ালিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু সুদ

banner

#Pravati Sangbad Digital Desk:

অর্থনীতিরতে স্নাতক, দু বছর চাকরি না পেয়ে সংসারের হাল ধরতে বিহারের একটি গার্লস কলেজের সামনে চায়ের দোকান খুলেছিলেন প্রিয়াঙ্কা গুপ্তা। এই জন্য তিনি খুব প্রশংসা অর্জন করেছিলেন নেট দুনিয়াতে। তবে প্রশাসনের চোখ রাঙানিতে বন্ধ হয়েছিল প্রিয়াঙ্কার চায়ের দোকান। তাঁর দোকান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন বলে তিনি একটি ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় । সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় অনুরোধ জানিয়েছিলেন প্রিয়াঙ্কা । এই ভিডিও নজর এড়াইনি সোনু সুদের। ভিডিয়ো নজরে আসতেই সোনু সুদ তাঁর সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রিয়াঙ্কারকে। চলতি বছর প্রিয়াঙ্কা গুপ্তা চায়ের দোকানটি খোলেন, তিনি জানান যে ২০১৯ এ তিনি অর্থনীতিতে স্নাতক শেষ করেছেন। তবে গত ২ বছর কোনও চাকরি পাননি। তাই মা-বাবাকে সংসারে সাহায্য করতে চায়ের দোকান খোলার সিদ্ধান্ত নেন প্রিয়াঙ্কা। উল্লেখ্য, চাকরি না পেয়ে চায়ের দোকান খোলার পর নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে প্রিয়াঙ্কা বলেছিলেন, 'দেশে যদি চা-ওয়ালা থাকতে পারে তাহলে চা-ওয়ালি কেন থাকবে না?' তিনি  জানিয়েছিলেন ,প্রফুল্ল বিল্লোর থেকে অনুপ্রেরণা নিয়ে এই দোকানটি খোলেন। তবে দিনের শেষে তাঁর এই কঠোর পরিশ্রমের কোনও ফল পেলেন না। প্রশাসন জবরদখলের অভিযোগ এনে, তাঁর দোকান বন্ধ করে দেয়। এই  ঘটনায় একটি ভিডিয়ো করে প্রিয়াঙ্কা। ভিডিয়ো মাধ্যমে প্রিয়াঙ্কা পালটা অভিযোগ তোলেন, তিনি চায়ের দোকান খোলার কিছু মাস পরেই পাটনা মিউনিসিপ্যাল কর্পোরেশন তাঁর দোকান বন্ধ করে দেয়। তিনি আরও বলেন যেহেতু একজন মেয়ে হয়ে ব্যবসা করছিলেন, তাই তাঁর দোকানকে টার্গেট করা হয়েছিল।

ভিডিয়োয় প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে বলেন, 'আমি বিহারে অন্য ধরনের কিছু করতে চেয়েছিলাম। আমাকে মানুষজন সাহায্যও করছিল। সমর্থন করছিল এই বিষয়ে। কিন্তু এটা তো বিহার! এখানে মহিলাদের জায়গা রান্নাঘরেই আবদ্ধ। মেয়েরা এখানে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য এগোতে পারে না। তাঁদের এগোতে দেওয়া হয় না। পাটনা জুড়ে যখন নানা ধরনের অবৈধ দোকান, ব্যবসা চলছে, মদ বিক্রি হচ্ছে, তখন সেটা কারও নজরে পড়ে না! কিন্তু যেই একটা মেয়ে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চাইল, তখনই যেন সমস্যা দেখা দিতে শুরু করল! আমার কাজ কি শুধু রান্না করা, ঘর মোছা, বিয়ে করে নিয়ে সংসার করা? ব্যবসা করার কোনও অধিকার কি আমার নেই?' এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সোনু সুদ এই ভিডিওটি দেখেন। কখনও দুঃস্থ পড়ুয়াদের পাশে, কখনও রোগীর সেবায় নাম উঠে আসে অভিনেতা সোনু সুদের। অতিমারি আবহে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়েছেন তিনি। এবার  তার নাম উঠে এলো বিহারের তরুণী চা বিক্রেতা প্রিয়ঙ্কা গুপ্তার দোকান সাজিয়ে দিয়ে। সোনু সুদ  প্রিয়াঙ্কা গুপ্তার  ভিডিওটি দেখার পর  প্রিয়াঙ্কাকে সাহায্য  করতে এগিয়ে আসে। একা এই নারীর চায়ের ব্যবসা শুরু করার পথে হাত বাড়িয়ে দেন নায়ক। যাবতীয় আইনি সমস্যার মিটমাট করেন তিনি। তিনি টুইট করে লেখেন, ‘প্রিয়াঙ্কার চায়ের দোকানের সব ব্যবস্থা হয়ে গিয়েছে। আর কেউ তাঁকে সরে যেতে বলবে না। আমি নিজে খুব জলদি ছায়েরে আসব। তোমার বানানো চা খাবো।' 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Related News