Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক, কাতারের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk :

রবিবার থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। প্রায় এক মাস ব্যপী ফুটবল যুদ্ধে নেমেছিল ৩২টি দেশ। লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কে জিতবে এই বিশ্বকাপ তাই নিয়ে জোর তর্ক শুরু হয়ে গিয়েছিল। পাড়ায় পাড়ায় শুরু হয় উত্তেজনা। তার আগে এবার ফুটবল বিশ্বকাপের মঞ্চেও ম্যাচ গড়াপেটার কালো ছায়া! উদ্বোধনী ম্যাচে গড়াপেটার অভিযোগ! আগামীকাল, ২০ নভেম্বর ইকুয়েডরের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলেছে কাতার। আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বিত্তশালী দেশটি। ঘরের মাটিতে প্রথম বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে কোনও 'কসুর' রাখতে চায় না তারা। ম্যাচের ফলাফল তো কারও হাতে নেই। কিন্তু কাতার নাকি ফলাফল নির্ধারিত করে দিয়েছে আগেই! ইকুয়েডরের ফুটবলারদের মোটা টাকা 'ঘুষ' দেওয়া হয়েছে আয়োজকদের তরফে। এমনই গুরুতর অভিযোগ। ২০ নভেম্বর আল বায়াত স্টেডিয়ামে হবে ২০২২ ফুটবল বিশ্বকাপের ঝাঁ চকচকে উদ্বোধনী অনুষ্ঠান। কাতার বনাম ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সেই ম্যাচ ঘিরেই যত অভিযোগ। কৌশলী রাজনৈতিক বিষয়ের বিশেষজ্ঞ এবং সৌদি আরবে ব্রিটিশ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আমজাদ ত্বহা উদ্বোধনী ম্যাচ নিয়ে টাকা পয়সা লেনদেন হয়েছে বলে অভিযোগ করেছেন। রিপোর্ট অনুযায়ী, ম্যাচ হেরে যাওয়ার জন্য ইকুয়েডরের আট ফুটবলারকে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দেওয়া হয়েছে। ইকুয়েডরের ওই ফুটবলারদের নাকি বলা হয়েছে ০-১ গোলে তাদের ম্যাচ হারতে হবে। কাতার গোল করবে দ্বিতীয়ার্ধে। এ যাবত্‍ কাতার বহু বিতর্কে জড়িয়েছে। তাই তৈলপ্রধান দেশটির বিরুদ্ধে এমন অভিযোগকে সহজে উড়িয়ে দিচ্ছে না ফুটবল বিশ্ব। আঙুল উঠছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা দিকেও।

এখনও পর্যন্ত আমজাদ ত্বহার অভিযোগ নিয়ে মুখ খোলেনি কাতার সরকার বা সেদেশের ফুটবল ফেডারেশন। অভিযোগ মিথ্য বলে প্রমাণিত করার চেষ্টাও করা হয়নি। বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ফিফা এইমুহূর্তে কাতারের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। তাদের আশঙ্কা কাতার বিশ্বকাপ ঘিরে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত জুয়া খেলা হতে পারে। এই অভিযোগ ওঠার পরে কাতার ফুটবল ফেডারেশন অথবা ফিফার তরফে কোন বক্তব্য রাখা হয়নি। সম্প্রতি খেলা চলাকালীন স্টেডিয়ামে বিয়ার বিক্রি বন্ধ করা হয়েছে। যাতে কম বিতর্ক হচ্ছে না। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতার মুখোমুখি হয়েছে ইকুয়েডরের। এল আগে তাঁরা ইকুয়েডরের বিরুদ্ধে তিনবার খেলেছে। দুটি দল একবার করে জিতেছে। শেষবার ২০১৮-র অক্টোবর মাসে খেলেছিল তাঁরা। সেই ম্যাচে ৪-৩ গোলে কাতার হারিয়েছিল ইকুয়েডরকে। উল্লেখ্য ২০০২ সালে শেষবার বিশ্বকাপ মঞ্চে অভিষেক ঘটানো কোনও দল প্রথম ম্যাচেই জিতেছিল। সেবার সেনেগল হারিয়েছিল ফ্রান্সকে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল
Related News