Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ডেঙ্গি রুখতে ১৪ দফার নির্দেশিকা দিল স্বাস্থ্য দফতর

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে ডেঙ্গু সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। প্রায় প্রতিদিনই রাজ্যের নানা প্রান্ত থেকে খবর আসছে মৃত্যুর। আর এরই মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত হল ১৪ দফার গাইডলাইন। সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের তরফে একটি বৈঠক করা হয় সমস্ত হাসপাতালের সুপার এবং জেলাগুলির স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালগুলিতে 'ফিভার ক্লিনিক' পুরোদমে সচল রাখতে হবে। জ্বর নিয়ে কেউ চিকিত্‍সার জন্য এলেই তাঁর নাম থেকে শুরু করে বাড়ির ঠিকানা বা ফোন নম্বরের মতো তথ্য সংগ্রহ করে রাখতে হবে। এছাড়াও হাসপাতালে ভর্তি সমস্ত ডেঙ্গি রোগীর রক্ত পরীক্ষা করার পর সঙ্গে সঙ্গে তাত্‍ক্ষণিক একটি রিপোর্ট দিতে হবে ল্যাব কর্তৃপক্ষকে। সেই সঙ্গে রোগীর রক্তে অস্বাভাবিক কিছু থাকলে দ্রুত সতর্ক করতে হবে চিকিত্‍সকদের। ডেঙ্গি নিয়ে যাবতীয় বিষয় পর্যালোচনার জন্য নিযুক্ত থাকবেন এক জন সহকারী সুপার।
স্বাস্থ‌্য ভবনের ১৪ দফা গাইডলাইনে বলা হয়েছে-
১.রাজ্যের বিভিন্ন জায়গায় যে ফিভার ক্লিনিকগুলি রয়েছে সেগুলিকে পুরো দমে চালু রাখতে হবে। এছাড়াও একটি রেজিস্ট্রার তৈরি করতে হবে যেখানে ডেঙ্গি আক্রান্ত রোগীদের সম্পর্কে তথ্য রাখা এবং তাদের ট্র্যাক করা সম্ভব হবে।
২. যেকোনো ব্যক্তির ডেঙ্গি পরীক্ষা করা হলে রিপোর্ট যাতে সেই দিনই পাওয়া যায় এই ব্যবস্থা করতে হবে।
৩. ডেঙ্গি আক্রান্ত রোগীদের জন্য প্রত্যেকটি হাসপাতালে ২৪ ঘন্টার ল্যাব পরিষেবা চালু থাকবে।
৪. নিয়ম মেনে প্রতিদিন হাসপাতাল চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অপরিচ্ছন্নতাই এডিস মশার আঁতুর ঘর তৈরি করছে। কাজেই নিয়ম করে হাসপাতাল চত্বর পরিষ্কার রাখার বিষয়টিতে বেশি জোর দিচ্ছে স্বাস্থ্য দফতর।
৫. ডেঙ্গি আক্রান্ত রোগীদের দেখাশোনার জন্য যে সকল নার্সিং স্টাফেরা রয়েছেন তাদের কাজের সমস্ত সুবিধা ও অসুবিধা সম্পর্কে সজাগ থাকতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।
৬. ডেঙ্গি আক্রান্ত রোগীর চিকিত্‍সার জন্য প্লেটলেট এবং অন্যান্য রক্তের পরিষেবা একেবারে ত্রুটিহীন রাখতে হবে।
৭. প্রত্যেকটি হাসপাতালকে সজাগ থাকতে হবে যাতে প্রোটোকল মেনে ডেঙ্গি রোগীর চিকিত্‍সা হয়।
৮. ডিকেপিআই নামক একটি পোর্টালের ডেঙ্গি আক্রান্ত রোগীদের সমস্ত তথ্য সঠিকভাবে এন্ট্রি করতে হবে।
৯. প্রত্যেক সপ্তাহে স্টাফ মিটিং করতে হবে। ডেঙ্গি আক্রান্ত রোগীদের দেখাশোনার জন্য থাকা প্রত্যেক স্তরের কর্মীদের নিয়ে এই আলোচনা সভা আয়োজন করা হবে। সেখানে নিয়মিত আপডেট দিতে হবে।
এরকমই আরও বেশ কয়েকটি নির্দেশিকা হয়েছে রাজ্য দফতরের ওই গাইডলাইনে। বিগত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই ডেঙ্গি আক্রান্ত রোগীর মৃত্যু উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে। কোনোভাবেই ডেঙ্গি সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। তাই পুনরায় রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে বিশেষ গাইডলাইন প্রকাশের সিদ্ধান্ত।
হাসপাতালের দেওয়ালে ডেঙ্গি সচেতনতামূলক পোস্টার রাখতে বলেছে স্বাস্থ্য দফতর। এ ছাড়া, হাসপাতালে পতঙ্গবিদ্‌দের নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে। ব্লাড ব্যাঙ্কে যথেষ্ট প্লেটলেট মজুত আছে কি না, তা-ও নজরে রাখার নির্দেশ দিয়েছে সরকার। এই ১৪ দফা নির্দেশিকা অনুযায়ী যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে সরকারি হাসপাতালগুলিকে।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য
Related News