Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

দীঘার সমুদ্র থেকে উদ্ধার ৫৫০ কেজির দানব মাছ! ভিড় পর্যটকদের

banner

journalist Name : Uddyaloke Bairagi

# Pravati Sangbad Digital Desk:

মত্‍স্যজীবীদের জালে উঠল বিশালাকার বিরল মাছ। সামুদ্রিক এই মাছটি পাওয়া গিয়েছে দিঘায়। আর তা দেখতেই উত্‍সাহ তুঙ্গে। স্থানীয় ভাষায় এই মাছের নাম চিরুনি ফাল। ওজন প্রায় সাড়ে পাঁচশো কিলোগ্রাম। জানা গিয়েছে, বিরল প্রজাতির এই মাছ থাকে গভীর সমুদ্রে। এর পাখনা থেকে তৈরি হয় জীবনদায়ী ওষুধ। আন্তর্জাতিক বাজারে এই প্রজাতির মাছের চাহিদা রয়েছে ব্যাপক। আর দামও ব্যাপক। মত্‍স্যজীবীদের কাছ থেকে জানা গিয়েছে, ওড়িশার পারাদ্বীপে যাওয়া একটি ট্রলারে উঠেছে এই মাছ। পরে তাকে নিয়ে আসা হয়েছে দিঘা মোহনার জিকেডি মাছের আড়তে। মাছটি বিক্রি হয়েছে বহু টাকার বিনিময়ে। অন্যদিকে, রবিবার সকালে সুন্দরবনের সাগরের বটতলা নদীতে মত্‍স্যজীবীদের জালে ধরা পড়েছে তেলিয়া ভোলা মাছ। যার ওজন প্রায় ২৫ কেজি। এই মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধের ক্যাপসুল তৈরি হয়। জানা গিয়েছে, ওই মাছটি প্রায় ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। দু'টি মাছ দেখতেই ভিড় জমিয়েছিলেন স্থানীয় মানুষ ও পর্যটকরা। প্রসঙ্গত, গত ৫ নভেম্বর দিঘা মোহনাতে উদ্ধার হয়েছিল বিশালাকার তেলিয়াভোলা মাছ। কাঁথির ট্রলার মালিক বিবেক করনের 'ধরনী' নামের ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে বেরিয়েছিলেন মত্‍স্যজীবীরা। পেয়েছিলেন প্রায় ৩৬ কিলো ওজনের একটি তেলিয়াভোলা মাছ। দিঘায় মত্‍স্য নিলাম কেন্দ্রের কেপিএস আড়তে বৃহদাকার ওই মাছটি বিক্রি হয় ২ লক্ষ ৭৩ হাজার ৭৫০ টাকায়। দিঘাতে মোহনার কাছে থাকা এলাকার বাসিন্দারা বিশালাকার মাছটিকে চাক্ষুষ করতে ভিড় জমিয়েছিলেন। তাতে যোগ দিয়েছিলেন পর্যটকেরাও। জানা গিয়েছে, কলকাতার এক ব্যবসায়ী বিপুল অর্থের বিনিময়ে ওই মাছটি কিনে নিয়েছিলেন।
#Source: online/Digital/Social Media News   # Representative Image


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য
Related News