Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

আউশগ্রামে উদ্ধার ১৪টি তাজা বোমা, বিস্ফোরণের জেরে ব্যপক চাঞ্চল্য এলাকায়

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে ফের বোমাতঙ্ক। আউশগ্রামের দক্ষিণ মাঠপাড়া এলাকা থেকে উদ্ধার ১৪টি তাজা বোমা। রাতে বোমা ফেটে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মঙ্গলবার সকালে সিআইডির বোম ডিসপোজাল টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। ঘটনায় এক জনকে গ্রেফতার‌ও করেছে পুলিশ। পূর্ব বর্ধমানের আউশগ্রাম জঙ্গল লাগোয়া দক্ষিণ মাঠপাড়া গ্রাম। গত রবিবার রাতের বেলায় হঠাত্‍ই বোমার শব্দে কেঁপে ওঠে সমগ্র এলাকা। সোমবার সকালে আউশগ্রাম থানায় খবর গেলে এলাকায় উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী। উদ্ধার হয় ১৪ টি তাজা বোমা। ঘটনার তদন্ত নেমে পুলিশ ওই গ্রাম থেকে গ্রেফতার করে সৌমিত্র বাগদি নামে এক ব্যক্তিকে। জানা যায়, ওই ব্যক্তি তৃণমূল কর্মী। এর পর খবর যায় দুর্গাপুরে সিআইডি-র বোম স্কোয়াড দফতরে। সোমবার সকাল থেকেই আউশগ্রাম থানার পুলিশ ঘিরে রেখেছিল এলাকা। পাহারায় ছিল পুলিশ। মঙ্গলবার সকালে সিআইডি-র বম্ব স্কোয়াডের দল আসে বোমাগুলি নিষ্ক্রিয় করতে। স্বাভাবিকভাবেই এতগুলি বোমা উদ্ধার ও পাশাপাশি বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে রয়েছে আউশগ্রাম জঙ্গল লাগোয়া দক্ষিণ মাঠপাড়ার বাসিন্দারা। তাঁরা বলছেন, হঠাত্‍ই রাতে বোমার শব্দে কেঁপে ওঠে গ্রাম, আতঙ্কিত হয়ে পড়েন এলাকার প্রত্যকেই। খবর পেয়ে সকালে আউসগ্রাম থানার পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে তল্লাশি চলে। তাতেই তাজা বোমাগুলি উদ্ধার করা সম্ভব হয়। ওই বিস্ফোরণ না হলে এলাকায় এত বোমা মজুত থাকার বিষয়টি গোপনেই থেকে যেত। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। বিজেপির অভিযোগ,পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে শাসক দল এই বোমাগুলি মজুত করেছে। তৃণমূলের একজন গ্রেফতর হওয়াতেই তা প্রমাণ হয়ে গিয়েছে।এলাকায় আরও কত বোমা মজুত আছে তা খতিয়ে দেখে অবিলম্বে সেগুলি বাজেয়াপ্ত করুক পুলিশ। অন্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বিজেপির অভিযোগ ভিত্তিহীন। এটা সমাজবিরোধীদের কাজ। এর সঙ্গে তৃণমূলের কোনোও যোগ নেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য
Related News