প্রয়াত "স্টিল ম্যান অফ ইন্ডিয়া"

banner

#Pravati Sangbad Digital Desk:

না ফেরার দেশে চলে গেলেন ভারতের 'স্টিল ম্যান ' ইরানি। এমনটাই টুইট করে জানানো হয়েছে টাটা স্টিল কোম্পানির পক্ষ থেকে এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে টাটা স্টিল কোম্পানি। সোমবার গভীর রাতে জামশেদপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। টাটা স্টিলের (টিসকো) সঙ্গে চার দশকেরও বেশি সময় ধরে যুক্ত ছিলেন জামসেদ জে ইরানি। ২০১১ সালে টাটা স্টিলের বোর্ড থেকে অবসর গ্রহণ করেন তিনি।
১৯৬৩ সালে বিদেশে নিজের কর্মজীবন শুরু করলেও ৫ বছরের মধ্যেই 'দ্য টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে' যোগদানের জন্য ভারতে ফিরে আসেন তিনি। সেই  সময় ইরানি গবেষণা ও উন্নয়নের ভারপ্রাপ্ত পরিচালকের সহকারী হিসাবে ফার্মে যোগদান করেন। তিনি ১৯৭৮ সালে জেনারেল সুপারিনটেনডেন্ট, ১৯৭৯ সালে জেনারেল ম্যানেজার এবং ১৯৮৫  সালে টাটা স্টিলের প্রেসিডেন্ট হন। ২০১১ সালে অবসর নেওয়ার আগে তিনি ১৯৮৮ সালে টাটা স্টিলের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক এবং ১৯৯২ সালে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে ভারত সরকার তাঁকে পদ্ম ভূষণ সম্মানে ভূষিত করেন । স্বভাবতই তাঁর মৃত্যুতে শোকের ছায়া শিল্প মহলে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Akash Sarkar

Tags:

Related News