প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রয়াত বিশিষ্ট চিকিৎসক পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ বর্ণাঢ্য জীবন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধী এমনকি রাজনীতির চাণক্য ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়েরও ছিলেন স্নেহধন্য। জন্ম পরাধীন ভারতের বোলপুর শহরে, তবে নাম পাড়ি দিয়েছিলো বিদেশের মাটিতেও। একাধারে চিকিৎসক অন্যদিকে রাজনীতিবিদ, সব মিলিয়ে বোলপুরের প্রানের মানুষ সুশোভন বন্দ্যোপাধ্যায়। ডাক্তারি জীবন শুরু করেছিলেন আর.জি.কর মেডিক্যাল কলেজ থেকে, প্যাথলজি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পরে গিয়েছিলেন লন্ডনেও, সেখানে হেমাটোলজি নিয়ে পড়াশোনা এবং স্বর্ণ পদক জেতা।

কিন্তু কোন ভাবেই বিলেত ফেরত এই চিকিৎসক মাটির টান ছেড়ে থাকতে পারেননি, পারেননি রোগীদের থেকে নিজেকে সরিয়ে রাখতে। গত বছর এপ্রিল মাস করে কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি, শুধু সেই সময়ে তাঁর চেম্বার বন্ধ ছিল জন সাধারনের জন্য। নিজের শারীরিক অসুস্থতা নিয়েও রোগী দেখেছেন বিশিষ্ট চিকিৎসক, তাও আবার মাত্র এক টাকায়। গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নামও তুলেছিলেন, দীর্ঘ ৫৭ বছর ধরে মাত্র এক টাকায় চিকিৎসা করার জন্য। গরিব দিন দুঃখী মানুষদের পাশে দাঁড়াতে খুলেছিলেন নিজের হাসপাতাল, নাম দিয়েছিলেন “নিবেদিতা সেবা সদন”। ১৯৮৪ সালে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন ভোটে, সেখানেও পেয়েছেন মানুষের ভালোবাসা। ২০২০ সালে পেয়েছেন পদ্মশ্রী, কিন্তু সবই আজ অতীত। বোলপুরের মানুষের আজ মন ভালো নেই, সকাল ১১টা বেজে ২৫ মিনিটে কোলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাদের ভগবান ডঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়। তাঁর শোকের হাসপাতাল, চেয়ার, টেবিল, খাতা-পেন, স্টেথোস্কোপ সবই রয়েছে নিজের জায়গাই, কিন্তু না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News