মুলায়াম সিং যাদবের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল! ' দ্বিতীয় নেতাজি ' কে ট্রিবিউট প্রধানমন্ত্রীর।

banner

#Pravati Sangbad Digital Desk:

মারা গেলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা ও ভারতীয় রাজনীতির একজন অন্যতম নায়ক মুলায়াম সিং যাদব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ । গুরুগ্রামের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাই স্বাভাবিক ভাবেই। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ট্যুইট করেছেন : " অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন মুলায়াম সিং যাদব । মানুষের সমস্যার ব্যাপারে তিনি সবসময়ই ছিলেন সংবেদনশীল।" অধীর চৌধুরী বলেছেন , " মুলায়াম সিং যাদবের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। খুব ই প্রাণখোলা মানুষ ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। " সি পি এম নেতা রবীন দেব শোকপ্রকাশ করে জানিয়েছেন, " ওঁনার সঙ্গে আমাদের পার্টির ব্যক্তিগত যোগাযোগ ছিল। ...." এছাড়া ও দেশের ধর্মনিরপেক্ষতা রক্ষা , সংবিধান রক্ষা ইত্যাদির জন্য তাঁর অবদান স্মরণ করেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন তিনি।

কয়েক বছর ধরেই নানারকম শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মুলায়াম। দলের নানাবিধ দায়িত্ব ছেড়ে দিলেও তাঁর নির্দেশেই চলত দল। গত ২২ শে সেপ্টেম্বর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন মুলায়াম। তাঁর অবস্থায় উদ্বিগ্ন ছিলেন অনেকেই। খোদ প্রধানমন্ত্রী ও খোঁজ নিচ্ছিলেন। আই সি ইউ তে ভর্তি করা হয় তাঁকে। এবং শেষ পর্যন্ত অনেক লড়াই করে ও শেষ রক্ষা হল না এই কিংবদন্তী নেতার। ১৯৩৯ সালে এক চাষীর পরিবারে জন্মগ্রহণ করেন মুলায়াম।

পলিটিক্যাল সায়েন্সে মাস্টারস্ করে ১৯৬০ এর দশকে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯৬- ৯৮ অবধি ভারতের ডিফেন্স মিনিস্টার হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। ১৯৮৯ -১৯৯১, ১৯৯৩- ১৯৯৫ ও ২০০৩- ২০০৭ ---- তিনবার তিনি ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। লোক সভার সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি পাঁচবার। এছাড়াও উত্তর প্রদেশের নানা নির্বাচনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গত রবিবার ই তাঁর অবস্থা সংকটজনক হয় প্রথমে। গত বৃহস্পতিবার বলা হয় হসপিটালের তরফ থেকে যে অবস্থা খুব ই মর্মান্তিক। সেই অবস্থার আর কোনো ভাবেই উন্নতি হল না। জাতীয় রাজনীতিতে এক শূন্যতা রেখে চলে গেলেন মুলায়াম। 

#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Dipendu Majhi

Related News